নিজস্ব প্রতিবেদন: ২০১৯ সালে লর্ডসের বিশ্বকাপ ফাইনাল ম্যাচটা আজও ভুলতে পারেননা কিউই তারকা রস টেলর।একশো ওভার শেষে ম্যাচ টাই হল। তারপর সুপার ওভার শেষেও ম্যাচ টাই। শেষ কিনা বাউন্ডারির নিরিখে ইংল্যান্ডকে বিশ্বচ্যাম্পিয়ন করা হয়। আইসিসি-র এই অদ্ভুত নিয়মে ট্রফি জেতা হয়নি নিউ জিল্যান্ডের। বিশ্বকাপ ফাইনালের ঘটনা থেকে শিক্ষা নিয়ে আইসিসি নিয়ম বদলেছে।  সুপার ওভার টাই হলেও একের পর এক সুপার ওভার চলতেই থাকবে যতক্ষণ না একটা দল জয়ী হয়। এই নিয়মও না পসন্দ রস টেলরের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


এক সাক্ষাত্কারে তিনি বলেন, "ওয়ান ডে ম্যাচে সুপার ওভারের বিষয়টা আমার বোধগম্য হয়নি। ওয়ান ডে ম্যাচ এতটা সময় ধরে হয় সেই ম্যাচ যদি টাই হয় তাহলে আমার মনে হয় টাই থাকুক, সুপার ওভারের কোনও প্রয়োজনই নেই। টাই হলে যুগ্মবিজয়ী ঘোষণা করা করা যেতে পারে। টি-টোয়েন্টি ম্যাচে এটা করা যেতে পারে।"



আসলে টেলর স্বীকার করে নেন , যে বিশ্বকাপ ফাইনালে সুপার ওভারের কথা শুনেই অবাক হয়ে গিয়েছিলেন তিনি। আসলে ম্যাচ টাই হলে ওয়ান ডে তে যে সুপার ওভার আছে সেটা তার আগে জানতেন না রস টেলর।



আরও পড়ুন - লিভারপুলের লিগ জয়; প্রিয় দলের সাফল্যে উচ্ছ্বসিত গায়ক অনুপম রায়, আর একটুখানি আক্ষেপ