লিভারপুলের লিগ জয়; প্রিয় দলের সাফল্যে উচ্ছ্বসিত গায়ক অনুপম রায়, আর একটুখানি আক্ষেপ

লিভারপুলের ডাই হার্ট ফ্যান তিনি। বৃহস্পতিবার রাতে চোখ রেখেছিলেন চেলসি-ম্যান সিটি ম্যাচে। সিটি হারতেই শুরু হয়ে যায় সেলিব্রেশন।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Jun 26, 2020, 05:05 PM IST
লিভারপুলের লিগ জয়; প্রিয় দলের সাফল্যে উচ্ছ্বসিত গায়ক অনুপম রায়, আর একটুখানি আক্ষেপ
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদন: ৩০ বছর পর প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুল। অতিমারি করোনাভাইরাস টলিয়ে দিয়েছে সমগ্র বিশ্বকে। বিষাদগ্রস্ত হয়ে পড়েছে এ পৃথিবী। সব খারাপের মধ্যেও লিভারপুলের ইপিএল জয় রেডস সমর্থকদের কাছে যেন খুশির বাতাবরণ নিয়ে এসেছে। লিভারপুলের লিগজয়ে খুশিতে ভরপুর গায়ক অনুপম রায়ও।

 

ফুটবলের প্রতি ভালোবাসা অগাধ গায়ক অনুপম রায়ের। ২০ বছর ধরে লিভারপুলের ডাই হার্ট ফ্যান তিনি। বৃহস্পতিবার রাতে চোখ রেখেছিলেন চেলসি-ম্যান সিটি ম্যাচে। সিটি হারতেই শুরু হয়ে যায় সেলিব্রেশন। জি ২৮ ঘণ্টা ডিজিটালকে ফোনে গায়ক অনুপম রায় জানান, "মাইকেল আওয়েন আর স্টিভেন জেরার্ডকে দেখেই লিভারপুলের প্রতি ভালোবাসা জন্মায়। প্রিয় দলকে চ্যাম্পিয়ন্স লিগ জিততে দেখলেও কখনও লিগ জিততে দেখিনি। আজকের পর সেই আক্ষেপ ঘুচল। মাঝে বেশ কয়েকবার অল্পের জন্য ফসকে গিয়েছিল লিগ। সুয়ারেজ যখন খেলত তখনও তীরে এসে তরী ডুবেছিল। চ্যাম্পিয়নস্ লাক সঙ্গ দিচ্ছিল না। এবারও মরশুমের শুরু থেকে দাপুটে ফুটবল খেলছিলেন সালাহ-ভ্যান ডিকরা। আশা জাগলেও ভয় লাগছিল লাক ফ্যাক্টরে। অবশেষে ক্লপের দল লিগটা জিতে দেখিয়ে দিল। আফসোস একটাই, জেরার্ড যদি এই লিগজয়ের সাক্ষী থাকতে পারত।"

লিভারপুলের ডেরা অ্যানফিল্ডেও ঘুরে এসেছেন গায়ক অনুপম রায়। ক্লপ, সালহাদের ট্রিবিউট দিয়ে দিন কয়েকের মধ্যে একটা গানও বেঁধে ফেলার ইচ্ছে রয়েছে গায়ক অনুপম রায়ের।

আরও পড়ুন - তিন দশকের অপেক্ষার অবসান, ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুল  

 

.