নিজস্ব প্রতিবেদন: আইপিএল (IPL 2021) আপাতত অতীত। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ভুলে ফের একবার মাঠে নামছে টিম ইন্ডিয়া। বিরাট কোহলিদের (Viart Kohli) আগামী গন্তব্য ইংল্যান্ড। কয়েকটা দিন বিশ্রাম নিয়েই রবি শাস্ত্রীর (Ravi Shastri) শিষ্যরা চার মাসের লম্বা সফরে যাচ্ছে ব্রিটিশ মুলুকে। আগামী ১৮-২২ জুন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (ICC World Test Championship Final) খেলবে। এরপর কোহলিরা কয়েকটা প্রস্তুতি ম্যাচ খেলে জো রুটের (Joe Root) ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে চার ম্যাচের টেস্ট সিরিজ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

লন্ডনের বিমানে ওঠার আগে বিরাটদের নিতে হবে করোনা টিকার (Corona Vaccine) প্রথম ডোজ। আইপিএল ভেস্তে যাওয়ায় বিরাটরা হয়তো আগেই দেশ ছাড়তে পারেন। প্রতিষেধক নিয়েই বিদেশে যাবেন তাঁরা। বিরাটদের শুধুই কোভিশিল্ড (Covishield) নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এই মুহূর্তে ভারতে কোভিড (COVID-19) টিকাকরণ হচ্ছে দু'টি টিকা দিয়েই। ভারত বায়োটেকের কোভ্যাকসিন (Covaxin) এবং সেরাম ইনস্টিটিউট ও অক্সফোর্ড ইউনিভার্সিটি - অ্যাসট্রাজেনেকার মিলিত কোভিশিল্ড। তাহলে কেন বিরাটদের শুধুই কোভিশিল্ড দিতে বলা হচ্ছে?


আরও পড়ুন: অক্সিজেন চেয়ে টুইট করলেন Suresh Raina, '১০ মিনিটে পাঠাচ্ছি ভাই!' উত্তর দিলেন Sonu Sood


দ্য টাইমস অফ ইন্ডিয়া বোর্ডের এক সূত্রকে উদ্ধৃত করে বলেছে, "ভারতীয় দলের ক্রিকেটারদের কোভিশিল্ড নেওয়ার পরামর্শই দেওয়া হয়েছে। কারণ অ্যাস্ট্রাজেনেকার টিকা লন্ডনের। ফলে ভারত থেকে প্রথম ডোজ নিয়ে এসে এখানে দ্বিতীয় ডোজ নেওয়া যাবে।  কোভিশিল্ড ছাড়া অন্য কোনও টিকা নিলে ইংল্যান্ডে কাজে আসবে না।" গত ১ মে থেকেই ভারতে ১৮ বছরের ঊর্ধ্বে করোনা টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এই প্রসঙ্গেই বিসিসিআই (BCCI) প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) বলছেন, "টিমের সকলের হাতে এখন সময় রয়েছে। প্রতিটি রাজ্য সরকারই টিকা নেওয়ার অনুমোদন দিয়েছে। ফলে তাঁরা নিজেরা টিকা দিয়ে নিতে পারবে।"