বিরাট কি ব্র্যাডম্যান হতে পারবেন?
এখান থেকেও সিরিজ জয়ের স্বপ্ন দেখতে পারেন বিরাট কোহলি৷
নিজস্ব প্রতিবেদন : ইংল্যান্ডের মাটিতে পাঁচ টেস্টের সিরিজে প্রথম দুটি টেস্ট হেরে বেকায়দায় পড়ে গিয়েছে বিরাট অ্যান্ড কোম্পানি। শনিবার থেকে ট্রেন্ট ব্রিজে শুরু হতে চলেছে সিরিজের তৃতীয় টেস্ট। লড়াইয়ে টিকে থাকতে হলে কোহলির সামনে বাকি তিনটি টেস্ট ম্যাচই ডু অর ডাই।
আরও পড়ুন - টুইটারে সমালোচনা : গ্রেগ চ্যাপেলের থেকেও বিপজ্জনক রবি শাস্ত্রী!
এখান থেকেও সিরিজ জয়ের স্বপ্ন দেখতে পারেন বিরাট কোহলি৷ বাস্তবে কি সত্যিই তা সম্ভব? ক্রিকেটের ইতিহাসে একবারই এমনটা ঘটেছে৷ ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজে ০-২য়ে পিছিয়ে থেকে সিরিজ জিতেছে কেবলমাত্র অস্ট্রেলিয়া৷ ১৯৩৬-৩৭ সালে ডন ব্র্যাডম্যানের অস্ট্রেলিয়া ০-২ ব্যবধানে পিছিয়ে থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাশেজ জিতেছিল৷
আরও পড়ুন - বিরাটকে টপকে আবার এক নম্বরে নির্বাসিত স্মিথ
বিরাট কি পারবেন ব্র্যাডম্যান হতে? বাকি তিনটি টেস্ট জিতে ভারত সিরিজ জিততে পারলে ৮২ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে৷ টেস্ট অধিনায়ক হিসেবে কোহলির শুরুটা হয়েছিল দারুণ৷ কোচ কুম্বলে ও ক্যাপ্টেন কোহলি জুটিতে টেস্টে দারুণ সাফল্য পায় টিম ইন্ডিয়া৷ কুম্বলের কোচিংয়ে কোনও টেস্ট সিরিজ হারেনি ভারত৷
আরও পড়ুন - হারের কৈফিয়ত দিতে হবে! বোর্ডের তোপের মুখে কোহলি-শাস্ত্রী
কিন্তু শাস্ত্রীর কোচিংয়ে প্রথম টেস্ট সিরিজ জিতলেও দ্বিতীয় সিরিজেই হারে ভারত৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ জিতে টিম ইন্ডিয়ায় কোচিং কেরিয়ার শুরু করেছিলেন শাস্ত্রী৷ কিন্তু তার পর চলতি বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকায় মাটিতে টেস্ট সিরিজ হারে টিম ইন্ডিয়া৷ আবার ইংল্যান্ডের মাটিতে আরও একটি টেস্ট সিরিজ হারের আশঙ্কা বিরাট ব্রিগেডের সামনে।