এটাই কি গত একশো বছরের সেরা গোল মিস? বিশ্ব ফুটবলে উঠছে প্রশ্ন
৫০ মিনিটে রিচির এই মিস এখন বিশ্ব ফুটবলের আলোচনার বিষয় হয়ে উঠেছে।
নিজস্ব প্রতিনিধি : এমন একটা পজিশন যেখান থেকে বলে শরীরের যে কোনও অংশ ছোঁয়াতে পারলেই গোল হয়ে যায়। গোললাইনের সঙ্গে দূরত্ব মাত্র কয়েক ইঞ্চির। গোলকিপারকে টপকে বল এসে পড় তাঁর পায়ে। গায়ে লেগে রয়েছে বিপক্ষ দলের এক ডিফেন্ডার। তবে সেই বিপক্ষ ফুটবলারও ততক্ষণে নিশ্চিত গোলের প্রহর গুণতে শুরু করেছেন হয়তো। গোটা গ্যালারি, মাঠের রেফারি, দুই দলের ফুটবলার প্রত্যেকে গোল দেখার জন্য প্রস্তুত। কিন্ত এ কী! এমন পজিশন থেকেও কেউ গোল মিস করতে পারেন! গত একশো বছরে এমন পজিশন থেকে কেউ গোল মিস করেছেন!
আরও পড়ুন- ফুটবল খেলাটা কি এতই সহজ! মেসির এই স্কিল দেখে দ্বন্দ্বে পড়বেন না তো?
ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসেল ইউনাইটেড বনাম বার্নলের খেলা চলছিল। বার্নলেকে ২-১ ব্যবধানে হারিয় নিউক্যাসেল লিগ টেবিলে ১৩ নম্বরে উঠে এসেছে। বার্নলে রয়েছে অবনমনের থেকে এক পয়েন্ট আগে। তবে এই ম্যাচে নিউক্যাসেলের উত্থান বা বার্নলের অবনমন চিন্তা নিয়ে খুব বেশি আলোচনা হয়নি। কারণ, এই ম্যাচটি দর্শকদের মনে থাকবে অন্য একটা কারণে! আর সেটা হল নিউক্যাসেলের ম্যাট রিচির একটি গোল মিস। ইতিমধ্যে দাবি উঠেছে, প্রিমিয়ার লিগের ইতিহাসে গত একশো বছরে এর থেকে হাস্যকর মিস আর কেউ করেননি। ম্যাচের ৫০ মিনিটে রিচির এই মিস এখন বিশ্ব ফুটবলের আলোচনার বিষয় হয়ে উঠেছে। মাত্র দুই গজ দূর থেকে তিনি কী করে এমন মিস করলেন, তা নিয়ে জল্পনা শুরু।
এই ম্যাচ ঘিরে আরও একটি নাটকীয় ঘটনা ঘটে। ম্যাচ শুরু হয় ৩০ মিনিট দেরি করে। কারণ রেফারি অ্যাসেসর এডি উলস্টেনহোম টানেলের মধ্যেই সংজ্ঞা হারান। তাঁকে ঘিরে উদ্বেগের পরিস্থিতি তৈরি হয়। এর পরই তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যাই হোক, এবার রিচির গোল মিসের প্রসঙ্গে আসা যাক। দ্বিতীয়ার্ধ শুরুর পাঁচ মিনিটের মাথায় নিউক্যাসেলের ইয়েডলিনের ক্রস বার্নলের গোলকিপারকে টপকে এসে পড়ে রিচির পায়ে। রচি তখন গোল থেকে মাত্র দুই গজ দূরে। তিনি বাঁ-পায়ে গোলে মারার চেষ্টা করেন। কিন্তু মারেন সাইড নেটে। এমন হাস্যকর গোল মিসের পর নিজের ভুলে নিজেই যেন বিশ্বাস করতে পারছিলেন না রিচি। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় রিচিকে নিয়ে বিভিন্ন রকম ট্রোল শুরু হয়েছে।