নিজস্ব প্রতিবেদন – বয়স মাত্র ২৩। নাম সঞ্জয় পালিয়া। মধ্যপ্রদেশের গোয়ালিয়রে ব্যাট হাতে স্থানীয় ক্রিকেট টুর্নামেন্টে নিজের দলকে টেনে নিয়ে যাচ্ছিলেন তিনি। বেশ কিছু সুন্দর স্ট্রোকও খেলেন। নিজের ৪৯ রানের মাথায় হঠাৎই ছন্দপতন। একটি সহজ বলে ক্যাচ তুলে দেন পালিয়া ও বিপক্ষের আরও এক ২৩ বছর বয়সী তরুণ সচিন পরাসর সহজেই ক্যাচটি তালুবন্দি করেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এরপরই ছন্দপতন, আউট হয়ে রাগে সচিনের দিকে তেড়ে যান পালিয়া। সচিনকে ব্যাট দিয়ে মারতে শুরু করেন তিনি। মাথাতেও সজোরে আঘাত করেন তিনি। মাঠেই লুটিয়ে পড়েন সচিন। এরপর সতীর্থরা এসে তাকে উদ্ধার করলে মাঠ থেকে পালিয়ে যান ঘাতক ব্যাটসম্যান। এরপরই হাসপাতালে ভর্তি করা হয় আহত ক্রিকেটারকে। পলাতক পালিয়ার খোঁজে তল্লাসি চালাচ্ছে পুলিশ।


আরও পড়ুন - Naxal attack: শহিদদের শ্রদ্ধা জানালেন ভারত অধিনায়ক, আবেগি ট্যুইট করলেন Virat Kohli


সংবাদসংস্থা পিটিআইকে স্থানীয় পুলিশ কর্তা জানান, “পালিয়া ৪৯ রানে আউট হওয়ার পরেই রাগে ফেটে পড়েন। মাত্র এক রান দূরে ছিলেন অর্ধশতরান থেকে। পালিয়া ছুটে সচিনের দিকে যান ও ব্যাট দিয়ে তাঁর মাথায় আঘাত করতে থাকেন। অন্যান্য ক্রিকেটাররা তাকে থামান। এখনও হাসপাতালে অজ্ঞান হয়ে রয়েছেন সচিন।”