ওয়েব ডেস্ক : এবারের শুরু থেকেই যেন ভারতীয় দল রিওতে কিছুটা ঝিমিয়ে পড়েছিল। একদিকে, চোট-আঘাত...অন্যদিকে একের পর এক ব্যর্থতা। তবুও, ইভেন্টের ১২তম দিনে এল প্রথম সাফল্য। কুস্তিতে মহিলা বিভাগে ব্রোঞ্জ জিতে ভারতের হয়ে ইতিহাস গড়লেন সাক্ষী মালিক। তবে তারপরও ব্যর্থতা তাড়া করে বেড়াচ্ছিল ভারতকে। ঝুলিতে মোটে একটা পদক! এবার নিশ্চিত হল দ্বিতীয় পদকটা। পি ভি সিন্ধু রচনা করলেন ইতিহাস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ১৩০ কোটির চোখ 'পদ্নশ্রী' সিন্ধুতে


ব্যর্থতার মাঝেই কিছু করে দেখানোর লড়াকু মনোভাব নিয়ে আজ মহিলাদের ব্যাডমিন্টনের সিঙ্গলস সেমিফাইনালে নামেন ভারতের তারকা প্লেয়ার পি ভি সিন্ধু। জাপানের নোজুমি ওকুহারার বিরুদ্ধে খেলতে নেমে প্রথম থেকেই তাঁকে চাপে রাখেন সিন্ধু। ফলও মেলে। প্রথম গেম ২১-১৯-এ জিতে যান তিনি।   


দ্বিতীয় গেমের শুরু থেকেও ছিল হাড্ডাহাড্ডি লড়াই। লড়াকু সিন্ধুর সামনে কার্যত আত্মসমর্পণ করতে বাধ্য হন জাপানি প্রতিদ্বন্দ্বী। নোজুমি ওকুহারাকে ২১-১০-এ হারিয়ে দ্বিতীয় গেম, সেইসঙ্গে সেমিফাইনাল ম্যাচ জিতে নেন সিন্ধু। এবার লড়াই সোনার জন্য। সেই দিকেই তাকিয়ে এখন তামাম ভারতবাসী। আগামিকাল ফাইনালে ওয়ার্ল্ড নাম্বার-১ স্পেনের ক্যারোলিন মারিনের মুখোমুখি হবেন ভারতের 'সোনার স্বপ্ন' সিন্ধু।