Rahul Dravid | Shahnawaz Dahani: সাক্ষাতেই মানবতা শিখিয়েছেন `দ্য ওয়াল`! স্মৃতিচারণায় আবেগি পাক পেসার
Shahnawaz Dahani On Rahul Dravid: পাক পেসার শাহনাওয়াজ দাহানি জানিয়েছেন যে, দ্রাবিড়ের সঙ্গে ক্ষণিকের সাক্ষাতেই তিনি পেয়েছেন মানবতার পাঠ। দ্রাবিড়ের জন্মদিনে ওয়াঘার ওপারের ক্রিকেটার আবেগি ট্যুইট শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সদ্যই পঞ্চাশে পা রেখেছেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। গত ১১ জানুয়ারি ছিল ভারতীয় দলের হেডস্যারের জন্মদিন। বাইশ গজের তাবড় মহারথীরা শুভেচ্ছা জানিয়েছেন 'দ্য ওয়াল'কে। তালিকায় আছেন পাক পেসার শাহনাওয়াজ দাহানিও (Shahnawaz Dahani)। ওয়াঘার ওপারের ক্রিকেটীয় দেশের জোরে বোলার এখনও মজে আছেন দ্রাবিড়ে। কিংবদন্তি ক্রিকেটারের সঙ্গে ক্ষণিকের সাক্ষাতেই মানবতার পাঠ শিখেছেন শাহনাওয়াজ। ট্যুইটারে দ্রাবিড়ের সঙ্গে ছবি শেয়ার করে, শুধুই জন্মদিনের শুভেচ্ছা জানাননি শাহনাওয়াজ। পাশাপাশি না জানা এক গল্পও শোনালেন তিনি। ফের একবার প্রমাণ পাওয়া গেল যে, দ্রাবিড় মানুষ হিসাবে কতটা বিনয়ী এবং নম্র। খ্যাতির শীর্ষে বিচরণ করেও দ্রাবিড়ের পা আজও মাটিতেই।
শাহনাওয়াজ লেখেন, 'স্যার রাহুল দ্রাবিড়কে জন্মদিনের শুভেচ্ছা। সবচেয়ে নম্র মানুষ। এই ছবির নেপথ্যে রয়েছে একটি গল্প। বিশ্বকাপের সময়ে আমি অস্ট্রেলিয়ার ব্রিসবেনের, এক রেস্তোরাঁয় বন্ধুদের সঙ্গে খেতে গিয়েছিলাম। একই রেস্তোরাঁয় স্যার রাহুল দ্রাবিড়ও এসেছিলেন। নিজের সিট খুঁজে নেওয়ার আগে উনি আমাকে দেখেন। নিজে থেকে এগিয়ে এসে আমাদের সবার সঙ্গে দেখা করেন। কী সম্মান ও ভালোবাসা ছিল সেই কথোপকথনে। আমরা সবাই ওঁর সঙ্গে ছবি তুলেছি। শুধু ভাবুন বিপক্ষ দলের কোচ, স্বয়ং ক্রিকেটের ওয়াল স্যার রাহুল দ্রাবিড় এগিয়ে এসে আমাকে ও আমার বন্ধুদের হ্যালো বলেছেন। ওদিনই আমি শিক্ষা পেয়েছি যে, নম্রতাই সাফল্য়ের চাবিকাঠি'।
আরও পড়ুন: Rahul Dravid, IND vs SL: রক্তচাপ বেড়ে অসুস্থ হলেও রোহিত-বিরাটদের সঙ্গে ইডেনে এলেন রাহুল দ্রাবিড়
শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে খেলার জন্য় টিম ইন্ডিয়া রয়েছে কলকাতায়। টিম হোটেলেই দ্রাবিড়ের জন্মদিন উপলক্ষে কেক কেটে সেলিব্রেট করা হয়েছে। বিসিসিআই-এর পোস্ট করেছে সেই ভিডিয়ো। দ্রাবিড়কে ঘিরে রয়েছেন ভারতীয় দলের ক্রিকেটাররা। হাততালি দিচ্ছেন তাঁরা।