ওয়েব ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠল পাকিস্তান। ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে তারা ফাইনালে পৌঁছে গেল। ২১২ রানের সহজ টার্গেট তাড়া করে মাত্র ৩৭.১ ওভারে ২ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় পাকিস্তান। দ্বিতীয় সেমিফাইনালে বৃহস্পতিবার ভারত ও বাংলাদশ মুখোমুখি হবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আজ টসে জিতে ইংল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠায় পাকিস্তান। আজ নিজের প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেই ভাল পারফরম্যান্স দেখালেন পাকিস্তানের রুম্মান রহিম। ৯ ওভার বল করে ৪৪ রান দিয়ে দুটি উইকেট নেন তিনি। ৪৯.৫ ওভারে ২১১ রানে ইংল্যান্ডের ইনিংস শেষ হয়ে যায়। জনি বেয়ারস্টো (৪৩), জো রুট (৪৬), ইয়ন মর্গ্যান (৩৩) ও বেন স্টোকস (৩৪) রান করেন। পাকিস্তানের হয়ে রুম্মান ছাড়াও ভালো বল করেছেন হাসান আলি (৩৫ রানে ৩ উইকেট)।


২১২ রান তাড়া করতে নেমে শুরু থেকেই মারমুখি ছিলেন পাক ব্যাটসম্যানরা। আজহার আলি ও ফাখর জামান সাবলীলভাবেই ওপেনিং করেন। অর্ধশতরান করেন ফাখর জামান (৫৭)। আজহার ৭৬ রান করে আউট হন। বাবর আজম ৩৮ ও মহম্মদ হাফিজ ৩১ রানে অপরাজিত থাকেন।


আরও পড়ুন- বাংলাদেশের ম্যাচে ৩০০ হবে যুবরাজের