Kamran Akmal: পাকিস্তানের স্বাধীনতা দিবসে হাস্যকর ভুল! টুইটারে চূড়ান্ত ট্রোলড আকমল
সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক হয়ে উঠলেন কামরান আকমল!
নিজস্ব প্রতিবেদন: ১৪ অগাস্ট অর্থাৎ আজ পাকিস্তানের স্বাধীনতা দিবস। শনিবার নিজের দেশের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাতে গিয়ে টুইটারে ভয়ঙ্কর ট্রোলড হলেন কামরান আকামল (Kamran Akmal)! টুইটে ইংরাজিতে 'ইন্ডিপেন্ডেন্স ডে' লিখতে গিয়ে পাকিস্তানের উইকেটরক্ষক লিখে ফেললেন ‘হ্যাপি ইন্ডিপেন্স ডে।’ এই টুইটের পরেই পরিচিত পাক ক্রিকেটার সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক হয়ে উঠলেন!
আরও পড়ুন: IPL 2021: আইপিএলই T20 World Cup প্রস্তুতির সেরা মঞ্চ অজিদের, বলছেন Ricky Ponting
আকমলকে কেউ লিখলেন, "তোমাকে সম্মান জানাই ভাই। তুমিই একমাত্র ব্যক্তি যে ব্রিটিশদের বিরুদ্ধে বদলা নিচ্ছে তাদের ভাষা দিয়েই।" কেউ বা লিখলেন, "পাকিস্তানে লোকজনের আলাদাই কোনও ইংরাজির অভিধান আছে বোধ হয়।" পাকিস্তানের অভিজ্ঞ ক্রিকেটার আকমল কিছু দিন আগে জানিয়ে ছিলেন যে, তিনি মনে করেন যে, ফের ভারত-পাকিস্তান (India-Pakistan) ম্যাচ শুরু হবে দ্রুত। তিনি মনে করেন বিসিসিআই (BCCI) প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) এই উদ্যেগ নেবেন।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)