ওয়েব ডেস্ক: পাকিস্তান ফুটবল সংস্থার স্বীকৃতি বাতিল করল ফিফা। বোর্ডের কার্যকলাপে বাহ্যিক হস্তক্ষেপের অভিযোগে সংস্থার স্বীকৃতি বাতিল করা হয়েছে বলে ফিফার তরফে জানানো হয়েছে। 



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


ফিফার তরফে জানানো হয়েছে, পাকিস্তান ফুটবল ফেডারেশন নিয়ন্ত্রণ করছে আদালত নিযুক্ত অ্যাডমিনিস্ট্রেশন। যা ফিফার বিধি অনুসারের তৃতীয় পক্ষের হস্তক্ষেপের সামিল। এর ফলে পাকিস্তান ফুটবল ফেডারেশনে স্বীকৃতি কেড়ে নেওয়া হয়েছে। 


আরও পড়ুন - মেসি ম্যাজিকে ভর করে বিশ্বকাপে আর্জেন্টিনা


তবে সংস্থার কতৃত্ব প্রতিনিধিদের হাতে ফিরিয়ে দিলে ফের একবার পাকিস্তান ফুটবল ফেডারেশনের স্বীকৃতি ফিরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে ফিফা।