মেসি ম্যাজিকে ভর করে বিশ্বকাপে আর্জেন্টিনা

Updated By: Oct 11, 2017, 12:40 PM IST
মেসি ম্যাজিকে ভর করে বিশ্বকাপে আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদন: বিশ্বকাপের যোগ্যতা নির্ধার্ণের ডু-অর ডাই ম্যাচে মেসির ম্যাজিক। এলএম টেনের হ্যাট্রিকের জোরে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়াল আর্জেন্টিনা। ইকুয়েডরের বিরুদ্ধে ৩-১ গোলে জিতে রাশিয়ার টিকিট পাকা করে ফেললেন তাঁরা। অন্যদিকে লিসবনে সুইজারল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের মূলপর্বে উঠল পর্তুগাল। তবে গোল পাননি সিআর সেভেন।

এছাড়া, সাওপাওলোতে ব্রাজিলের কাছে হেরে গিয়ে বিশ্বকাপে খেলার সুযোগ হাতছাড়া হল চিলির। ২-০ গোলে সুইডেনকে হারিয়েও রুশ বিশ্বকাপে জায়গা করতে পারল না নেদারল্যান্ডস। নিজে দুটি গোল করেও, শেষরক্ষা না হওয়ায় আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন রবেন।

.