নিজস্ব প্রতিবেদন : পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে নিয়ন্ত্রণরেখা বরাবর। সীমান্তে জারি হয়েছে চরম সতর্কতা। পুলওয়ামায় জঙ্গি হামলার পাল্টা হিসেবে বালাকোটে ভারতীয় বায়ু সেনার সার্জিকাল স্ট্রাইক। ভারতের প্রত্যাঘাতের পর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেছিল পাকিস্তান। কিন্তু ভারতীয় বায়ুসেনার তত্পরতায় পালিয়ে যায় পাক বিমান। আন্তর্জাতিক মহলের চাপের মুখে নয়াদিল্লির কাছে আলোচনার বার্তা দেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। কিন্তু সন্ত্রাসের কোনও কথাই তোলেননি তিনি। এমন পরিস্থিতিতে সন্ত্রাসকে ক্লিন বোল্ড করতে আসরে নামলেন ইমরানের বিশ্বকাপজয়ী দলের সতীর্থ ওয়াসিম আক্রম। 



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই জটিল পরিস্থিতিতে শান্তির দূত হিসেবে আত্মপ্রকাশ করলেন সুইং কিং। ভারতকে সৌহার্দ্যের বার্তা দিয়ে টুইট করলেন ওয়াসিম আক্রম। টুইটে তিনি লিখেছেন, " আমি তোমাদের কাছে আবেদন করছি, পাকিস্তান কখনও তোমাদের শত্রু নয়। তোমাদের শত্রু আমাদেরও শত্রু। আর কত রক্ত ঝরবে। আমাদের বোঝা উচিত্ আমরা একই যুদ্ধক্ষেত্রে লড়াই করছি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে হাতে হাত মিলিয়ে যুদ্ধ করতে হবে।"


আরও পড়ুন-  যুদ্ধকালীন পরিস্থিতি! দুই শুটারকে বিশ্বকাপ থেকে ডেকে নিল ভারতীয় বায়ু সেনা