নিজস্ব প্রতিবেদন : করোনার জেরে গোটা বিশ্বের বেশিরভাগ শহরে লকডাউন। প্রচুর মানুষের দুবেলা খাবার জুটছে না। এমন অবস্থায় একে অন্যকে সাহায্য করতে হবে। দুঃস্থ মানুষদের সাহায্য করার উদ্দেশ্যে ভারত—পাকিস্তান ক্রিকেট সিরিজ আয়োজনের ডাক দিয়েছিলেন শোয়েব আখতার। কিন্তু তাঁর এমন ডাকে সাড়া দেওয়া তো দূরে থাক, রেগে আগুন হয়েছিলেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব। তিনি বলেছিলেন, এমন পরিস্থিতিতে ভারতের টাকার দরকার নেই। সিরিজ আয়োজনের প্রশ্নই নেই। ক্রিকেটার ও দর্শকদের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে ফেলার কোনও মানে হয় না। কপিলকে আবার পাল্টা দিয়েছিলেন আখতার। এভাবেই বারযুদ্ধ চলছিল দুজনের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কপিল অবশ্য মনে করেন, এই দুর্দিনে ক্রিকেট নিয়ে ভাবনা—চিন্তা করার কোনও কারণ নেই। তার থেকেও গুরুতর বিষয় রয়েছে, যেগুলো নিয়ে চিন্তা করা যায়। মাঠে ক্রিকেট ফেরানো নিয়ে হইচই করার থেকে দেশের স্কুল—কলেজ কবে খুলবে তা নিয়ে চিন্তা করাটা বেশি প্রয়োজন। এই দুর্দিন কাটলে কত তাড়াতাড়ি দেশের স্কুল, কলেজগুলি খোলার ব্যবস্থা করা যায় সেই বিষয়ে গুরুত্ব দিয়ে বিবেচনা করার কথা বলেছেন তিনি। কপিল বলেছেন, ''সার্বিক পরস্থিতির কথা বলা এখন ভাল। এখন কি ক্রিকেট একমাত্র ইস্যু যেটা নিয়ে আমরা এই মুহূর্তে আলোচনা করতে পারি? এর চেয়ে আমি সেই সব বাচ্চাদের নিয়ে বেশি চিন্তিত যারা এমন পরিস্থিতির জন্য স্কুল-কলেজে যেতে পারছে না। আমি চাই দেশের সমস্ত স্কুল-কলেজ আগে খুলুক। ক্রিকেট, ফুটবল এমনিতেই শুরু হয়ে যাবে ঠিক।''


আরও পড়ুন— লকডাউনের মাঝেই ঋদ্ধিমান সাহার বাড়িতে ডাকাতির চেষ্টা, হইহই কাণ্ড


ভারত—পাকিস্তানের ম্যাচ নিয়ে কপিল বলেছেন, ''আবেগে ভেসে অনেকে ভাবছেন ভারত-পাকিস্তানের এখন ক্রিকেট ম্যাচ খেলা উচিত। খেলাটা কি এখন প্রধান বিষয়! আর ওদের (পাকিস্তানের) যদি সত্যিই টাকার প্রয়োজন হয় তা হলে আগে সীমান্তে দুষ্কর্ম বন্ধ করুক। ওগুলো বন্ধ করলে অনেক টাকা বাঁচবে। সেই টাকা দিয়ে স্কুল, হাসপাতাল তৈরি করুক ওরা।''