ওয়েব ডেস্ক: আইসিসির টেস্ট ও একদিনের লিগ আটকে আছে ভারত-পাকিস্তান তিক্ত সম্পর্কের লক গেটে । পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসিকে হুমকি দিয়েছে বিসিসিআই যদি তাদের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে রাজি হয় তবেই তারা নয়া লিগের চুক্তিতে সই করবে। নটি দেশ আইসিসির টেস্ট লিগে খেলবে। আর তেরোটি দেশ খেলবে একদিনের লিগে। এই লিগে ভারত এবং পাকিস্তানেরও খেলার কথা। কিন্তু পাক বোর্ডের সাফ কথা লিগের বাইরে যে আট মাস ফাঁকা থাকবে তাতে  তাদের সঙ্গে ভারতকে খেলতে হবে। তা না হলে তারা লিগে খেলতে রাজি নয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন একদিনের ক্রিকেটে অস্ট্রেলিয়ার লজ্জার রেকর্ড


আইসিসিও আশা করছে এই সমস্যার সমাধান হবে। যদিও বিসিসিআই এখনও কোনও উত্তর দেয়নি। ফলে জট কাটবে কি না তা নিয়ে কিন্তু ধোঁয়াশাই থাকল।


আরও পড়ুন  ভারতের বিরুদ্ধে টি২০ সিরিজে খেলবেন না প্যাট কামিন্স