নিজস্ব প্রতিবেদন: মৃত্যু হয়েছে পাকিস্তানের বধির ক্রিকেটার মহম্মদ ইরফানের। আন্তর্জাতিক ক্রিকেটে খেলা এই দীর্ঘদেহী পেসারের মৃত্যুর খবরে শোরগোল পড়ে যায়।  এক প্রকার বাধ্য হয়েই নিজের মৃত্যুর ভুয়ো খবর উড়িয়ে দিয়ে পাক ক্রিকেটার জানান, তিনি ভালো আছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


টুইটে তিনি লেখেন, "পথ দুর্ঘটনায় আমার মারা যাওয়ার খবর এক্কেবারে ভিত্তিহীন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়েছে। এর ফলে আমার বন্ধুবান্ধব এবং পরিবারের লোকজনের দুর্ভোগ হচ্ছে। আমার কাছে অনেক ফোন এসেছে। দয়া করে এইসব বন্ধ করুন। কোনও দুর্ঘটনা হয়নি এবং আমি ভালো আছি।"


 



২০১০ সালে ওয়ান ডে ক্রিকেটে অভিষেক হয় মহম্মদ ইরফানের। টেস্ট এবং টি-টোয়েন্টি ক্রিকেটেও খেলেন তিনি। ৩৮ বছর বয়সী মহম্মদ ইরফান পাকিস্তানের হয়ে চারটি টেস্ট, ৬০টি ওয়ান ডে এবং ২২টি টি-টোয়েন্টি ম্যাচে খেলেছেন। সাত ফুট এক ইঞ্চির এই দীর্ঘদেহী পেসার অবশ্য টি-টোয়েন্টি লিগে চুটিয়ে খেলেন।


 



আরও পড়ুন - রামোসের রেকর্ড, লা লিগায় মেসিদের টপকে শীর্ষে জিদানের দল