নিজস্ব প্রতিবেদন: দশ বছর পর পাকিস্তানে ফিরল আন্তর্জাতিক ক্রিকেট। প্রত্যাবর্তনের সেই ম্যাচেও কালির দাগ থেকে গেল। সোমবার পাকিস্তান-শ্রীলঙ্কা দ্বিতীয় একদিনের ম্যাচে একবার নয়, দু দুবার ফ্লাডলাইট বিভ্রাট দেখা দিল করাচির ন্যাশনাল স্টেডিয়ামে। আন্তর্জাতিক মঞ্চে ফের একবার মুখ পুড়ল পাকিস্তানের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



গত ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। বৃষ্টির তীব্রতা এমন যে যার জন্য দ্বিতীয় ম্যাচটি একদিন পিছিয়ে দেওয়া হয়। করাচিতে প্রথম ম্যাচ বাতিল হওয়া নিয়ে আইসিসিও মজা করে টুইট করতে ছাড়েনি। ২০০৯ সালে শ্রীলঙ্কা দলের উপর জঙ্গি হামলার পর আর পাকিস্তানে কোনও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হয়নি। দশ বছর পর সোমবারই প্রথম সেখানে বাইশ গজে আন্তর্জাতিক স্তরে আবার বল গড়াল।


 



শ্রীলঙ্কাকে ৬৭ রানে হারাল পাকিস্তান। বাবার আজমের সেঞ্চুরিতে ভর করে ৭ উইকেট হারিয়ে ৩০৫ রান তোলে পাকিস্তান। তবে প্রাথমিক ধাক্কা সামলে শেহাল জয়সূর্য এবং দাসুন শানাকার ব্যাটে ভর করে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। তবে শ্রীলঙ্কার ইনিংসে ৩৮ তম ওভারে ফ্লাডলাইটের আলো নিভে যায়। কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। আর সেটাই যেন শাপে বর হল পাকিস্তানের জন্য। এরপর খেলা শুরু হলে ৩ বলের ব্যবধানে জয়সূর্য আর শানাকার উইকেট হারায় শ্রীলঙ্কা। আর তাতেই জয় নিশ্চিত করে ফেলে পাকিস্তান। ২৩৮ রানে অল আউট হয়ে যায় লঙ্কানরা। পাক পেসার শিনওয়ারি নেন ৫ উইকেট। এর আগেও করাচির ন্যাশনাল স্টেডিয়ামে একবার খেলা বন্ধ হয়ে যায় আলো বিভ্রাটের কারণে। এই আলো নিভে যাওয়া নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে।  এমনকী সোশ্যাল সাইটেও সমালোচনার ঝড় উঠেছে। 


আরও পড়ুন - শ্রীলঙ্কার বিরুদ্ধে সেঞ্চুরি, বিরাটকে টপকে গেলেন পাকিস্তানের বাবর আজম