Pakistan Tour: নিউজিল্যান্ডের পর ইংল্যান্ড, জোড়া সিরিজ বাতিলের পর ক্ষুব্ধ বাবর আজম
জোড়া সিরিজ বাতিলের পর পাকিস্তানের প্রতিবাদ।
নিজস্ব প্রতিবেদন : নিরাপত্তার কারণ দেখিয়ে ঘরের মাঠে পরপর দুটি সিরিজ বাতিল। নিউজিল্যান্ডের (New Zealand) পর ইংল্যান্ডও (England) পাক সফর বাতিল করে দিল। সেইজন্য প্রকাশ্যে ক্ষোভ ও হতাশা প্রকাশ করলেন পাকিস্তানের (Pakistan) অধিনায়ক বাবর আজম (Babar Azam)। লিখলেন, 'আমরা শুধু বেঁচে থাকব না বরং সমৃদ্ধ হব।' সোমবার ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট সংস্থার ( ECB) তরফে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ বাতিল করার ঘোষণা করা হয়েছিল। পাক অধিনায়কের মতো পিসিবি-র (PCB) চেয়ারম্যান রামিজ রাজাও (Ramiz Raza) ফের ক্ষোভ দেখালেন।
বাবর টুইটারে লিখেছেন, 'আরও একবার হতাশ হলাম। ক্রিকেটের স্বার্থে আমরা সবসময় সবাইকে সাহায্য করার চেষ্টা করি। আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের তুলে ধরার জন্য আমরা অনেক পরিশ্রম করেছি। সেই উন্নতি অনেকেই দেখেছেন। তাই আমরা শুধু বেঁচে থাকব না বরং সমৃদ্ধ হব।'
অক্টোবরের মাঝে এই সিরিজ খেলার কথা ছিল। ইংল্যান্ডের পুরুষ দলের দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার পাশাপাশি ইংরেজদের মহিলা দলেরও পাকিস্তানের বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ খেলার কথা ছিল। সেই সফরও বাতিল করা হয়েছে। ইসিবি এই সিদ্ধান্তে পাকিস্তান ক্রিকেটের অনেকটা ক্ষতি হবে। শুধু তাই নয়, বর্তমান পরিস্থিতিতে পাকিস্তান সফরে গেলে বিশ্বকাপের আগে ক্রিকেটাররা মানসিকভাবে ক্ষতিগ্রস্থ হবে। এমনটাই জানিয়েছে অইন মর্গ্যান-জস বাটলারদের ক্রিকেট বোর্ড।
আরও পড়ুন: Shoaib Akhtar: 'এবার ছাড়ব না!' ভিডিয়ো পোস্ট করে নিউজিল্যান্ডকে হুমকি আখতারের
ইসিবির তরফে জানানো হয়, ‘আমাদের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের মানসিক স্বাস্থ্যের থেকে গুরুত্বপূর্ণ কিছুই নয়। আসন্ন সফরের বিষয়ে সকলের উদ্বেগ বাড়ছে এবং আমাদের বিশ্বাস এই সফর হলে আমাদের দল যাদের ইতিমধ্যেই করোনার জেরে অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে চয়েছে, তাদের ওপর চাপ আরও বাড়বে। আমাদের বিশ্বাস এমন পরিস্থিতিতে বিশ্বকাপের আগে এই সফর করলে তা আমাদের প্রস্তুতির ওপরেও ক্ষতিকারক প্রভাব ফেলবে। কারণ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভাল পারফর্ম করাই আমাদের প্রধান লক্ষ্য। তবে এই সফর ২০২২ সালে হতেই পারে।’
তবে রামিজ রাজার ক্ষোভ কিছুতেই কমছে না। তিনিও টুইটারে ইসিবি-কে একহাত নিয়েছেন। টুইটারে একটি ভিডিও প্রকাশ করে তিনি বলেছেন, 'ইংল্যান্ডের এভাবে সরে যাওয়া খুবই স্বাভাবিক ছিল। আসলে কিছু ঘটলেই অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড একজোট হয়ে যায়। তবে আমরাও আর দমে যাব না।'
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)