Shaheen Afridi ছিটকে দিলেন David Warner-এর স্টাম্প! এরপর হৃদয় ছুঁয়ে নিলেন পাক পেসার-WATCH
শাহিন শাহ আফ্রিদি (Shaheen Shah Afridi) মন ছুঁয়ে নিলেন এই আচরণে।
নিজস্ব প্রতিবেদন: লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে (Gaddafi Stadium, Lahore) চলছে পাকিস্তান-অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্টের (Pakistan vs Australia 3rd Test) চতুর্থ দিনের খেলা। বৃহস্পতিবার পাক পেসার শাহিন শাহ আফ্রিদি (Shaheen Shah Afridi) তাঁর আচরণে মন ছুঁয়ে নিলেন।
আফ্রিদির অসাধারণ ডেলিভারি অজি ওপেনার ডেভিড ওয়ার্নারের (David Warner) অফ-স্টাম্প ছিটকে দেয়! ওয়ার্নার বুঝতেই পারেননি আফ্রিদির বল। এহেন ডেলিভারিতে উইকেট দিয়ে আসার পর হাসি মুখেই ফিরে আসেন ওয়ার্নার। আসার পথে আফ্রিদি হ্যান্ডশেক করেন ওয়ার্নারের সঙ্গে। এখানেই শেষ নয়, স্নেহের হাত বুলিয়ে দেন ওয়ার্নারের হেলমেটের ওপর। খোয়াজার সঙ্গে ওপেন করতে নেমে ওয়ার্নার ৫১ রানের ইনিংস খেলে বোল্ড হয়ে যান।
আর এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় হৃদয় ছুঁয়ে নিয়েছেন আফ্রিদি। প্রতিবেদনের সঙ্গেই রয়েছে ঘটনার ভিডিও। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে অস্ট্রেলিয়া ২৮০ রানে এগিয়ে। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৩৯১ রান করে। যার জবাবে পাকিস্তান ২৬৮ রানে গুটিয়ে যায়। প্যাট কামিন্স ও মিচেল স্টার্কের আগুনে বোলিংয়ে কার্যত দিশাহীন হয়ে পড়েছিল বাবর আজমের দল। স্টার্ক চারটি ও কামিন্স পাঁচটি উইকেট নেন। মাত্র ২০ রানে শেষ ৭ উইকেট চলে যায় পাকিস্তানের।টেস্ট ক্রিকেটে ষষ্ঠ বার ইনিংসে পাঁচ উইকেট নেন অজি ক্যাপ্টেন কামিন্স।
আরও পড়ুন: IPL 2022: Virat Kohli ক্যাপ্টেনসি ছেড়ে এবার মন খুলে খেলবেন! বলছেন Ravi Shastri
আরও পড়ুন: IPL 2022, Moeen Ali: ইংরেজ যোদ্ধা আসছেন ভারতে! ধোনির 'হলুদ সেনাবাহিনী'র বিরাট স্বস্তি