পাকিস্তান- ৪৫২, ২২৭/২
ও.ইন্ডিজ- ২২৪,৩২২


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ওয়েব ডেস্ক: টেস্টে পাকিস্তানের দুরন্ত ফর্ম অব্যাহত। এক ম্যাচ বাকি থাকতেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতে নিল পাকিস্তান। আবুধাবিতে দ্বিতীয় টেস্টে পাকিস্তান জিতল ১৩৩ রানে। ম্যাচের শেষ দিনে পাকিস্তানকে জিততে হলে তুলতে হত ৬টা ক্যারিবিয়ান উইকেট। খুব একটা সময় খরচ হয়নি মিসবাদের। টেস্ট সিরিজ জেতায় র‌্যাঙ্কিংয়ে ভারতকে চাপে রাখল পাকিস্তান।


আরও পড়ুন- ওয়াটসনকে নিয়ে কী বললেন জনসন!


এর আগে দুবাইতে দিন রাতের প্রথম টেস্ট ৫৬ রানে জিতেছিল পাকিস্তান। ফলে, তিন-ম্যাচের সিরিজের শেষ টেস্টের আগেই সিরিজ জিতে নিল পাকিস্তান।


এদিন আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে পাকিস্তানের জয়ের নায়ক ইয়াসির শাহ। যাকে ভারতের অশ্বিনের জবাব বলে দেখছ পাকিস্তান। শেন ওয়ার্ন যার বড় প্রশংসক। সেই ইয়াসির ১২৪ রানের বিনিময়ে তুলে নেন বিপক্ষের ৬টি উইকেট। প্রথম ইনিংসেও ইয়াসির ৪টে উইকেট নিয়েছিলেন। মানে টেস্টে দশটা উইকেট তুললেন এই পাক লেগ স্পিনার।