নিজস্ব প্রতিবেদন: টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ভারতের বিরুদ্ধে দুরন্ত জয়। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে হারাল পাকিস্তান। ৫ উইকেটে জিতলেন বাবর আজমরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন টসে হেরে প্রথমে ব্যাট করার সুযোগ পায় নিউজিল্যান্ড। প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ভারতের মতো কিউয়িদেরও অল্প রানে আটকে দেন শাহিন আফ্রিদিরা। ২০ ওভারে নিউজিল্যাল্ড করে ৮ উইকেটে  ১৩৪ রান। তখনও ৮ বল বাকি। দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ইমরান খানের দেশ। একসময়ে অবশ্য পরপর উইকেট হারিয়ে রীতিমতো চাপে পড়ে গিয়েছিল তারা। শেষের দিকে দলের হাল ধরেন আসিফ আলি ও শোয়েব মালিক। ১২ বলে ২৭ রানে অপরাজিত থেকে যান আসিফ। আউট হননি শোয়েব মালিকও। ২০ বলে ২৬ রান করেন তিনি।


আরও পড়ুন: WT20: বিরাট ধাক্কা নিউজিল্যান্ড দলে! চোটের জন্য ছিটকে গেলেন Lockie Ferguson


এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপে অন্য ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারাল দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে কিন্তু টসে হেরে প্রথমে ব্যাট করেন কায়রন পোলার্ডের উইন্ডিজ। তাদের স্কোর ছিল  ৮ উইরকেটে ১৪৩।  জবাবে ব্যাট করতে নেমে ১০ বল বাকি থাকতেই জিতে যায় প্রোটিয়ারা। 


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)