অশ্বিনের বিরুদ্ধে টেস্ট খেলতে মুখিয়ে আছেন ইয়াসির
বিশ্ব ক্রিকেটকে ঘূর্ণি দেখিয়ে এখন শাসন করছেন তাঁরা দুজনে। ভারতের রবীচন্দ্রন অশ্বিন, পাকিস্তানের ইয়াসির শাহ। অশ্বিন যখন নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে উইকেটের পর উইকেট তুলে দলকে ৩-০ জিতিয়ে আনলেন, তখন ইয়াসির টেস্টে দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে ১০০ উইকেটের মালিক হলেন। মাত্র ১৭টি টেস্টে শততম টেস্ট উইকেটের ক্লাবে ঢুকে যাওয়া ইয়াসিরকে অভিনন্দন জানিয়েছেন ইয়াসির। টুইটে অশ্বিন গুডলাক জানান ইয়াসিরকে। অশ্বিনের অভিনন্দন পেয়ে দারুণ খুশি ইয়াসির বলছেন, ``দ্বিতীয় দ্রুততম ২০০ উইকেটের মালিক যখন এভাবে অভিনন্দন জানান, তখন অনুপ্রাণিত বোধ করি।``
ওয়েব ডেস্ক: বিশ্ব ক্রিকেটকে ঘূর্ণি দেখিয়ে এখন শাসন করছেন তাঁরা দুজনে। ভারতের রবীচন্দ্রন অশ্বিন, পাকিস্তানের ইয়াসির শাহ। অশ্বিন যখন নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে উইকেটের পর উইকেট তুলে দলকে ৩-০ জিতিয়ে আনলেন, তখন ইয়াসির টেস্টে দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে ১০০ উইকেটের মালিক হলেন। মাত্র ১৭টি টেস্টে শততম টেস্ট উইকেটের ক্লাবে ঢুকে যাওয়া ইয়াসিরকে অভিনন্দন জানিয়েছেন ইয়াসির। টুইটে অশ্বিন গুডলাক জানান ইয়াসিরকে। অশ্বিনের অভিনন্দন পেয়ে দারুণ খুশি ইয়াসির বলছেন, ''দ্বিতীয় দ্রুততম ২০০ উইকেটের মালিক যখন এভাবে অভিনন্দন জানান, তখন অনুপ্রাণিত বোধ করি।''
আরও পড়ুন-যে খেলোয়াড়ের এনগেজমেন্ট হয়ে গেল
ইয়াসির দুবাইয়ে দিন রাতের টেস্টে ও.ইন্ডিজের বিরুদ্ধে ১৭তম টেস্টে ১০০ উইকেটের ক্লাবে ঢুকলেন। অন্যদিকে, অশ্বিন ৩৭তম টেস্টে ২০০ উইকেটের মালিক হন।
ইয়াসিরের আক্ষেপ, তিনি কখনও ভারতের বিরুদ্ধে টেস্ট খেলেননি। অথচ সব ভারতীয়-পাকিস্তানি ক্রিকেটারই এক অপরের বিরুদ্ধে খেলতে চান। ইয়াসির চান অশ্বিনের বিরুদ্ধে টেস্টে খেলতে। ২০০৮ সালে মুম্বই হামলার পর ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রয়েছে। উরির হামলার পর দু দেশের যা রাজনৈতিক সম্পর্ক তাতে অদূর ভবিষ্যতে দু দেশের টেস্ট খেলার সম্ভাবনাও বেশ কম।
২০১১ সালে টেস্টে অভিষেক হয় অশ্বিনের, ইয়াসির টেস্ট অভিষেক হয় ২০১৪ সালে।