Virat Kohli: `যখনই চেয়েছি, তখনই পেয়েছি`! দাতা কোহলিকে কুর্নিশ পাক ক্রিকেটারের
Pakistani Batter Ahmed Shehzad On His Bond With Virat Kohli: বিরাট কোহলির প্রশংসিত সারা বিশ্বে। জুনিয়র থেকে সিনিয়র, এমনকী তাঁর বয়সের ক্রিকেটাররাও কোহলিতে মোহিত। এবার কোহলির ভূয়সী প্রশংসা করলেন আহমেদ শেহজাদ।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) পর ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় ব্যাটিং সুপারস্টারের নাম বিরাট কোহলি (Virat Kohli)। বিরাট নিজেকে নিয়ে গিয়েছেন গগনচুম্বী উচ্চতায়। সর্বকালের অন্যতম সেরা ব্যাটার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। জনপ্রিয়তার নিরিখে বিশ্বের প্রথমসারির অ্যাথলিটদের মধ্যে বাইশ গজের 'কিং'। সোশ্যাল মিডিয়ায় ২৫২ মিলিয়ন মানুষ ফলো করেন কোহলিকে। কোহলি শুধু আগামী প্রজন্মের অনুপ্রেরণাই নন, তাঁর প্রজন্মের ক্রিকেটাররাও কোহলির থেকে পান অনুপ্রেরণা। আর এই কোহলির কাছে আসলেই ক্রিকেট নিয়ে পাওয়া যায় মূল্যবান সব পরামর্শ। যা বদলে দেয় যে কোনও ক্রিকেটারকে। এবার কোহলির প্রশংসায় পঞ্চমুখ হলেন পাকিস্তানি ব্য়াটার আহমেদ শেহজাদ (Ahmed Shehzad)। আহমেদ বলছেন, যখনই তিনি কোহলির কাছে পরামর্শ চেয়েছেন তখনই পেয়েছেন।
নাদির আলির পডকাস্টে আহমেদ বলেন, 'আমাদের পারস্পরিক শ্রদ্ধা রয়েছে। যখনই ক্রিকেট নিয়ে কোনও পরামর্শ চেয়েছি। ও আমাকে সাহায্য করেছে। আমি প্লেয়ার হিসেবে ওকে অত্যন্ত সম্মান করি। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে ওকে চিনেছিল বাইশ গজ। তখন কোহলি একটু গোলগাল ছিল। তবে ও নিজেকে নাটকীয় ভাবে বদলে ফেলেছে। যে ভাবে ট্রান্সফর্ম করেছে, তা অভাবনীয়। ক্রিকেটীয় দিক থেকেও প্রশংসনীয়। টেস্ট ক্রিকেটে কোহলি বিরাটকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। আমি এত তাড়াতাড়ি কাউকে মানিয়ে নিতে দেখিনি। আমার মনে হয় ওর সেরাটা এখনও বাকি আছে।'
আরও পড়ুন: Team India: ওয়েস্ট ইন্ডিজ সফরে কে নেতা? জানিয়ে দিল বিসিসিআই, চলে এল তোলপাড় করা আপডেট
৩১ বছরের আহমেদের সঙ্গে কোহলির মুখের মিল রয়েছে বলে, অনেকেই আহমেদের সঙ্গে কোহলির তুলনা টানেন। ২০১৯ সালে শেষবার দেশের জার্সিতে আহমেদকে দেখা গিয়েছে। কোনও ফরম্যাটেই আর পাকিস্তানের জার্সিতে সুযোগ পান না তিনি। ১৩টি টেস্ট (৯৮২ রান), ৮১টি ওয়ানডে (২৬০৫ রান) ও ৫৯টি টি ২০ (১৪৭১) রান করেছেন। আহমেদ দেশের জার্সিতে না খেললেও, প্রথম শ্রেণির ক্রিকেট নিয়মিত খেলেন। চুটিয়ে ব্যাট করেন টি-টোয়েন্টি লিগেও। কোহলি আপাতত রয়েছেন ব্রেকে। এরপর দেশের জার্সিতে তাঁকে দেখা যাবে ওয়েস্ট ইন্ডিজে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৫টি টি-২০ খেলতে যাচ্ছে ভারত।