নিজস্ব প্রতিবেদন- কখনও তাদের রবিনা টন্ডনকে চাই। কখনো মাধুরি দিক্ষীতকে। কখনও বিরাট কোহলি। পাকিস্তানের চাহিদার শেষ নেই। তাদের নিজেদের দেশে বহু তারকারা রয়েছেন। কিন্তু তাঁদের কদর নেই। পাকিস্তানিদের সব সময় নজর যেন ভারতের দিকে। ভারতীয় তারকাদের তারা পাকিস্তানে দেখতে চান। ১৬ বছরের ক্রিকেট কেরিয়ারে দাড়ি টেনেছেন এম এস ধোনি। আর এবার পাকিস্তানি ক্রিকেটারদের আক্ষেপ, কেন ধোনির মতো একজন তাঁদের দলে নেই! ধোনিকে চাইছে পাকিস্তান। অবসরপ্রাপ্ত ধোনির জন্য পাকিস্তানি ক্রিকেটাররাও আফসোস করছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ধোনির জায়গায় শূন্যস্থান তৈরি হল। মানছেন তাঁরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পাকিস্তানি ক্রিকেটার কামরান আকমল বলেছেন, ''ধোনি টিমের জন্য সব কিছু করতে পারেন। একটা গোটা টিম নিজের সঙ্গে নিয়ে চলত। অনেক ক্যাপ্টেন আছে যারা শুধু নিজেদের জায়গা বাঁচাতে চায়। দল হারল কি জিতল তা নিয়ে ক্যাপ্টেন চিন্তায় থাকে না। কিন্তু ধোনি অনেক বড় ক্যাপ্টেন। ও নিজের জায়গা বাঁচানোর চিন্তা কোনওদিন করেনি। ধোনি গোটা টিম তৈরি করেছিল। তার উপর ওর নিজের পারফরম্যান্স ছিল অসাধারণ। আপনারাই দেখুন যে ধোনি কেমনভাবে নিজের দলের ক্রিকেটারদের বিশ্বমানের করেছেন। ধোনি সব সময় নিজের দলের জন্য, দেশের জন্য ভাল পারফর্ম করতে চাইতেন। আর তাই দলকে এক নম্বরে তুলতে পেরেছিলেন তিনি।'' 


আরও পড়ুন-  গাড়ি হারিয়েছেন সচিন তেন্ডুলকর! ''খুঁজতে সাহায্য করুন'', আর্জি ক্রিকেট ঈশ্বরের


আকমল আরও বলেন, ''আমি ইনজামাম উল হক ও ইউনিস খানকে দেখেছিলাম। তাঁরাও এরকম ক্যাপ্টেন্সি করতেন। নিজেদের জায়গা বাঁচানোর জন্য খেলতেন না। ওঁরাও গোটা টিম সঙ্গে নিয়ে চলতেন। ধোনি দেশের জন্য খেলার সুযোগ পেয়েছিলেন। আর তিনি নিজেকে প্রমাণ করেছেন। পাকিস্তান ধোনির মতো একজন ক্যাপ্টেনকে পেল না। এটাই আফসোস। আমরা ধোনিকে পেলে অনেক দূর পর্যন্ত এগোতে পারতাম। ধোনির মতো মানসিকতা আমাদের দেশের এখনকার অধিনায়কদের মধ্যে নেই। ধোনির বিদায় সচিন তেন্ডুলকরের মতো হওয়া উচিত ছিল। ধোনি একেবারে ক্যাপ্টেন কুল-এর মতো চুপচাপ অবসর নিয়ে ফেলল।''