নিজস্ব প্রতিবেদন : পাকিস্তানের জার্সি। কিন্তু তাঁর পিছনে লেখা ধোনি ৭। শুনতে আজব লাগলেও এমন কাণ্ড ঘটল বটে! ভারত-পাকিস্তান রাজনৈতিক অস্থিরতার প্রভাব বারবার পড়েছে ক্রিকেটে। কিন্তু ক্রিকেট ও ক্রিকেট সমর্থকরা সৌজন্য ছড়িয়ে দেওয়ায় কার্পণ্য করেননি কখনও। এবারও করলেন না। না হলে পাকিস্তানের একজন ক্রিকেট ভক্ত দেশের জার্সির গায়ে ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়কের নাম লিখতেন না।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  'আমার জন্যই শামি বিশ্বকাপ খেলতে পারছে', বলছেন হাসিন জাহান



৩০ মে ইংল্যান্ড-ওয়েলসে শুরু হচ্ছে বিশ্বকাপ। তার আগে পাকিস্তানের ক্রিকেট সমর্থক শেহজাদ-আল-হাসান এক অভাবনীয় কাণ্ড ঘটালেন। তিনি একটি পাকিস্তানের জার্সি অর্ডার করেছিলেন। তার পিছনে ধোনি ৭ লেখালেন। তার পর সেই ছবি পোস্ট করলেন টুইটারে। মুহূর্তে তাঁর সেই ছবি ভাইরাল হল। বিশ্বকাপ শুরু হতে আর পাঁচ দিন বাকি। এই মুহূর্তে বিশ্বকাপের উত্তেজনা চড়ছে চরচর করে। তারই মধ্যে শেহজাদের এই পোস্ট যেন আলাদা মাত্রা পেল। সরফরাজ আহমেদের পাকিস্তানকে বিশ্বকাপে নতুন ডিজাইনের জার্সিতে দেখা যাবে। 


আরও পড়ুন-  ICC World Cup 2019: আগামিকাল কিউইদের বিরুদ্ধে ওয়ার্ম-আপ ম্যাচে নামছে টিম ইন্ডিয়া! ফোকাসে চার নম্বর পজিশন



শেহজাদের সেই জার্সির ছবি দুই দেশের কিছু সমর্থকের মধ্যে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিল। একজন লিখলেন, ভারত হোক বা পাকিস্তান, থালা-র জন্য ভালবাসায় কোনও খামতি নেই। আমরা তোমাকে ভালবাসি ধোনি। তবে কিছু সমর্থক শেহজাদের এমন উদ্যোগ ভাল চোখে নিলেন না। একজন সমর্থক যেমন লিখলেন, ''ধোনি আগে একজন ভারতীয়। তার পর ভারতীয় ক্রিকেটার। থালা-র শ্রেষ্ঠত্বকে হাতিয়ার করে প্রচার পাওয়ার চেষ্টা করো না।''