ইংল্যান্ড-৫৮৯/৮ডি , ১৭৩/১ডি
পাকিস্তান- ১৯৮ & ২৩৪(৭০.৩ ওভারে)
ইংল্যান্ড ৩৩০ রানে জয়ী


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ওয়েব ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজে ভারত জিতল সবচেয়ে বড় ব্যবধানে টেস্ট জয়। সেখানে ইংল্যান্ডে পাকিস্তানে হারল অন্যতম সবচেয়ে বড় টেস্ট হার। লর্ডসে জয়ের পর ম্যানচেস্টারে দ্বিতীয় টেস্টে পাকিস্তান হারল ৩৩০ রানে। সিরিজ এখন ১-১। অ্যান্টিগায় ভারত যে কায়দায় হারাল ও.ইন্ডিজকে, অনেকটা সেরকম কায়দায়তেই ম্যানচেস্টারকে পাকিস্তানকে হারাল ইংল্যান্ড। অ্যান্টিগায় যেমন ভারতের সেরা খেলোয়াড় বিরাট কোহলি দ্বিশতরান করেন, তেমন ম্যানচেস্টারে ইংল্যান্ডের সেরা খেলোয়াড় জো রুট দ্বিশতরান করেন। প্রথম ইনিংসে ভারত যেমন বড় রানের পাহাড় গড়েছিল, ইংল্যান্ডও ঠিক তাই করল। ও.ইন্ডিজের মত প্রথম ইনিংসে পাকিস্তানও খুব কম রানে গুঁটিয়ে গিয়ে ফলো আনের মুখে পড়েছিল। শুধু ইংল্যান্ড ফলো অন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছিল।  


আরও পড়ুন-অ্যান্টিগা টেস্টের ম্যাচ রিপোর্ট


দ্বিতীয় ইনিংসে অল্প সময় ব্যাট করে মাত্র ৩০ ওভারে ইংল্যান্ড করে ১৭৩ রান। মাত্র ৩৪ বলে হাফ সেঞ্চুরি নতুন রেকর্ড গড়েন রুট। রুট ৪৮ বলে ৭১ করে অপরাজিত থাকে, কুক ৭৬ রানে অপরাজিত থাকেন। দ্বিতীয় ইনিংসে পাকিস্তান শেষ হয়ে গেল ২৩৪ রানে। কিছুটা লড়লেন হাফিজ (৪২)। দ্বিতীয় ইনিসে তিনটে করে উইকেট পেলেন মঈন আলি, ক্রিস ওকস। সিরিজের তৃতীয় টেস্ট শুরু ৩ অগাস্ট থেকে বার্মিংহ্যামে।