নিজস্ব প্রতিবেদন : তিন বছরেরও বেশি সময় পর আবার আন্তর্জাতিক খেতাব জিতলেন ভারতীয় শাটলার পারুপল্লী কশ্যপ। ভিয়েনায় আয়োজিত অস্ট্রিয়ান ওপেন ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ জিতলেন, ২০১৪ সালের কমনওয়েলথ চ্যাম্পিয়ন কশ্যপ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- একদিনের ক্রিকেটে প্রত্যাবর্তনে মরিয়া রায়না


পুরুষদের সিঙ্গলস ফাইনালে মালেশিয়ার জুন ওয়েই চেমকে স্ট্রেট গেমে হারিয়ে দেন হায়দরাবাদি ব্যাডমিন্টন তারকা। প্রথম গেমে মালেশিয়ান শাটলার লড়াই চালিয়ে গেলেও দ্বিতীয় গেমে চেমকে আর কোর্টে দাঁড়াতে দেননি কশ্যপ।  মাত্র ৩৭ মিনিটে প্রতিপক্ষকে ২৩-২১, ২১-১৪ গেমে উড়িয়ে দেন তিনি।



কাফ মাসেল ছিঁড়ে যাওয়া ,হাঁটুর অস্ত্রোপচার থেকে ডান কাঁধের হাড় সরে যাওয়া এবং হ্যামস্ট্রিংয়ের চোটের জেরে গত কয়েক বছরে কোর্টের বাইরে ছিলেন একসময়ের বিশ্বের ৬ নম্বর শাটলার। কোর্টে ফিরে এসে গতবছর ইউএস ওপেন গ্রাঁ পি গোল্ডের ফাইনালে উঠে রানার্স হয়েছিলেন। তাই দীর্ঘদিন পর খেতাব জিতে টুইটে নিজের উচ্ছ্বাস প্রকাশের পাশাপাশি সকলকে ধন্যবাদও জানিয়েছেন কশ্যপ।


খেলার খবর জানতে দেখুন স্পোর্টস ২৪, রাত ৮ টা ৪০ মিনিটে। শুধুমাত্র ২৪ ঘণ্টায়