জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দুবাইয়ে চলছে আসন্ন আইপিএলের মিনি নিলাম (IPL 2024 Auction)। এই প্রথম নিলামের আসর বসছে ভারতের বাইরে। যে কারণে এই ইভেন্ট ঐতিহাসিক। আরও একটি কারণে এই এই নিলাম ইতিহাস লিখে ফেলল। মঙ্গলবার অর্থাৎ আজ, দুবাইয়ে প্য়াট কামিন্স যে দামে বিক্রি হলেন, তা অতীতে কোনও ক্রিকেটার পাননি। নিলাম টেবলে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings), রয়্য়াল চ্য়ালেঞ্জার্স ব্য়াঙ্গালোরের (Royal Challengers Bangalore) সঙ্গে দীর্ঘক্ষণ লড়াই করে, সানরাইজার্স হায়দরাবাদ (SunRisers Hyderabad) কামিন্সের সার্ভিস নিশ্চিত করল ২০.৫ কোটি টাকায়। হ্য়াঁ ঠিকই পড়লেন। বিশ্বকাপ জয়ী অধিনায়কের বেসপ্রাইজ ছিল ২ কোটি টাকা। তিনি ১০ গুণেরও বেশি দাম পেলেন। অভাবনীয় বললেও কম।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: IPL Auction 2024: দু'বার ভেঙেছেন ভারতের বিশ্বজয়ের স্বপ্ন, লড়ে হায়দরাবাদ তাঁকেই নিল বিরাট অঙ্কে



কামিন্স এদিন ভেঙে দিলেন স্য়াম কারেনের রেকর্ড। পঞ্জাব কিংস গত মরসুমে কারেনকে নিয়েছিল ১৮.৫০ কোটি টাকায়। সেটাই ছিস সর্বকালীন রেকর্ড। তবে কামিন্স কিন্তু এর আগেও প্রচুর টাকা পেয়েছেন আইপিএল থেকে। ২০১৯ সালের নিলামে কেকেআর কামিন্সকে নিয়েছিল ১৫.৫০ কোটি টাকায়। কামিন্স কিন্তু সেভাবে টি টোয়েন্টি ফরম্য়াটে দাপট দেখাননি আজও। তবুও প্রচুর টাকাই পান তিনি।


অন্য়দিকে অস্ট্রেলিয়ার বিশ্বজয়ের নায়ক ট্র্যাভিস হেডকেও নিয়েছে হায়দরাবাদ। গত ১৯ নভেম্বর কাপযুদ্ধের ফাইনালে, ভারতের বিরুদ্ধে তাঁর চওড়া ব্য়াটে (১২০ বলে ১৩৭) ভর করেই, অস্ট্রেলিয়া ষষ্ঠবারের (১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭, ২০১৫-র পর ২০২৩) জন্য় বিশ্বকাপ জেতে। আইপিএল মিনি নিলামে তাঁকে নেওয়ার জন্য় ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে যে লড়াই বাঁধবে, তা আগেই জানা গিয়েছিল। এদিন ঠিক সেটাই হল। 


২ কোটি টাকার বেসপ্রাইজে থাকা, অজি ব্য়াটারকে নেওয়ার জন্য় লড়াই করেছিল চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ। শেষ পর্যন্ত কাশী বিশ্বনাথনদের দর হাঁকানোর লড়াইয়ে থামিয়ে দেন কাব্য় মারানের ফ্র্যাঞ্চাইজি। অরেঞ্জ আর্মি ট্র্যাভিসকে ৬ কোটি ৮০ লক্ষ টাকায় নিল দলে। ট্র্যাভিস কিন্তু শুধু পঞ্চাশ ওভারের বিশ্বকাপেই ভারতের স্বপ্ন ভাঙেননি। চলতি বছর বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপেও ট্র্যাভিসের ব্য়াট জ্বলে উঠেছিল। ১৭৪ বলে ১৬৩ রান করেছিলেন তিনি। সানরাইজার্স শুধু একজন অসাধারণ ব্য়াটারকেই পেল না, ট্র্য়াভিস উইকেটের পিছনেও বেশ ভালো। ট্র্যাভিসের কিন্তু এই প্রথম আইপিএল খেলার অভিজ্ঞতা হবে না। ২০১৬-১৭ মরসুমে তিনি রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্য়াঙ্গালোরের হয়েও খেলেছেন। 


সানরাইজার্স হায়দরাবাদ ৩৪ কোটি টাকা নিয়ে নিলানে নেমেছে। তারা ৬ জন খেলোয়াড়কে নিতে পারবে, যার মধ্য়ে ৩ বিদেশি। এদিন ট্র্যাভিস-কামিন্স ছাড়াও কাব্য় অ্যান্ড তোং ১.৫০ কোটি টাকায় শ্রীলঙ্কার স্পিনার ওয়ানিন্দু হাসারঙ্গাকে নিয়েছে।  


আরও পড়ুন: IPL Auction 2024: নিলাম মঞ্চে চমকে গেলেন পন্টিং, ঋষভ কি খেলবেন আইপিএল? চলে এল বিরাট আপডেট



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)