জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ইতিহাসের চাকা আর ঘুরল না। 'চোকার্স' তকমাই থাকল দক্ষিণ আফ্রিকার। মাত্র ২১২ রানের পুঁজি নিয়ে যে, অস্ট্রেলিয়াকে বেঁধে ফেলা যাবে না, তা ক্রিকেটের অন্ধভক্ত না হয়েও বলে দেওয়া যায়। কোনও অবিশ্বাস্য বা ম্য়াজিকাল কিছু ঘটল না ইডেন গার্ডেন্সে। তেমনটা ঘটেও ঘটল না। দক্ষিণ আফ্রিকা মরিয়া লড়াই করেও পারল না শেষমেশ। অস্ট্রেলিয়া তিন উইকেটে জিতে চলে গেল আরও একটি বিশ্বকাপ ফাইনালে।  আগামী রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্য়াট কামিন্সরা (Pat Cummins) খেতাবি যুদ্ধে নামবেন রোহিত শর্মাদের (Rohit Sharma) বিরুদ্ধে। পাঁচবারের বিশ্বচ্য়াম্পিয়নরা খেলবে দু'বারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে। এই নিয়ে আটবার কাপযুদ্ধের ফাইনালে 'ইয়েলো আর্মি'।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: World Cup 2023 Final: মোতেরায় মহাযুদ্ধে ভারত-অস্ট্রেলিয়া, অসাধারণ লড়েও সেই 'চোকার্স' রামধনু দেশ!


স্টিভ ওয়া, রিকি পন্টিং ও মাইকেল ক্লার্কদের এলিট ক্লাবে নাম লেখাতে পারেন কামিন্স। ২০১৫ সালে ক্লার্কের নেতৃত্বে, শেষবার তথা পঞ্চমবার বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া। সেই দলের সদস্য় ছিলেন কামিন্স। এবার তাঁর নেতৃত্বেই ক্য়াঙারু বাহিনী খেলছে কাপযুদ্ধের ফাইনাল। উত্তেজনায় ফুটছেন অজি অধিনায়ক। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেমি ফাইনালে বল হাতে কামিন্স নিয়েছেন তিন উইকেট। ব্য়াট হাতে খেলেছেন ম্য়াচ জেতানো ১৪ রানের অপরাজিত ইনিংস। ম্য়াচের পর কামিন্স সোজা ঢুকে গিয়েছেন ফাইনাল মোডে। তিনি সম্প্রচারকারী চ্যানেলে বলেন, 'দেখুন আমাদের মধ্য়ে অনেকেই ভারতে ফাইনাল খেলেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল খেলার অভিজ্ঞতা কয়েকজনের রয়েছে। আমরা খেলব বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামে। জানি একেবার কানায় কানায় ভর্তি থাকবে। জানি মূলত এক তরফাই হবে। তবে আমি এই চ্য়ালেঞ্জ নিতে রাজি। বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেওয়া ভীষণ স্পেশ্য়াল হতে চলেছে। ২০১৫ বিশ্বকাপ আমার জীবনের অন্য়তম মোড় ঘোরানো ছিল। কখনও ভাবিনি যে, ভারতে আরও একটা বিশ্বকাপ ফাইনাল খেলতে পারব।'


২০০৩ বিশ্বকাপের ফাইনালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারত খেলেছিল রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ফাইনালে ভারত হেরেছিল ১২৫ রানে। এবার রোহিতদের সামনে সুযোগ মধুর প্রতিশোধ নেওয়ার। দেখা যাক রোহিত অ্য়ান্ড কোং মোতেরায় তেরঙা উড়িয়ে দেশবাসীর মুখে হাসি ফোটাতে পারে কিনা! অপেক্ষায় আপামর ভারতবাসী।


আরও পড়ুন: World Cup 2023: বিশ্বজয়ের লড়াইয়ে নামবে ভারত! আকাশে কসরত সেনার...



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)