নিজস্ব প্রতিনিধি: বিসিসিআই (BCCI) জানিয়ে দিয়েছে যে, ফের চলতি বছরেই ফিরছে আইপিএল (IPL 2021)। ভারতে করোনায় (COVID-19) স্থগিত হয়ে যাওয়া আইপিএলের দ্বিতীয় ভাগ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমির শাহিতে। সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে মরুদেশে হবে আইপিএল। এখন জানা যাচ্ছে যে, আইপিএলের পরের পর্বে নাও খেলতে পারেন প্যাট কামিন্স (Pat Cummins)। সম্ভবত নিজের নাম প্রত্যাহার করে নিতে পারেন কলকাতা নাইট রাইডার্সের বিশ্ববন্দিত অজি মহাতারকা। এমনটাই রিপোর্ট দ্য সিডনি মর্নিং হেরাল্ডের। তারা লিখেছে, "আইপিএলে কোটি কোটি টাকার চুক্তি থাকলেও, কামিন্স এই মরসুমে আর এই টি-২০ টুর্নামেন্ট খেলবেন না।" বিশ্বের এক নম্বর টেস্ট বোলার কামিন্স যদি একান্তই আইপিএল না খেলার সিদ্ধান্ত নেন তাহলে তা নিঃসন্দেহে কেকেআরের (KKR) জন্য বিরাট ধাক্কা হতে চলেছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: রাতের পর রাত দুশ্চিন্তায় দু'চোখের পাতা এক করতে পারেননি Ravindra Jadeja


ক্রিকেট অস্ট্রেলিয়া প্রথমে বলেছিল যে, সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ তাদের প্লেয়ারদের আইপিএল খেলা নিয়ে বোর্ডের কোনও সমস্যা নেই। কিন্তু এখন অজি ক্রিকেট বোর্ড আসন্ন টি-২০ বিশ্বকাপ ও বায়ো বাবল ক্লান্তির কথা ভেবেই তাঁদের স্টার প্লেয়ারদের আইপিএল থেকে দূরে রাখতে চাইছে। সিডনি মর্নিং হেরাল্ডের রিপোর্ট ক্রিকেট অস্ট্রেলিয়াকে উদ্ধৃত করে জানিয়েছে, "সিএ ভেবে দেখবে যে, বায়ো বাবলে বেশি সময় কাটালে আমাদের প্লেয়ারদের মানসিক স্বাস্থ্যের ওপর কী প্রভাব পড়বে! সিএ সিদ্ধান্ত নিয়ে দেখবে যে, আইপিএল যেন এটা নিশ্চিত করবে যে বিশ্বকাপের আগে প্লেয়াররা একদম তরতাজা থাকে। কারণ বিশ্বকাপও সংযুক্ত আরব আমিরশাহিতেই হবে।" এখন দেখার অস্ট্রেলিয়া কামিন্সদের জন্য কী সিদ্ধান্ত নেয়! অন্যদিকে আইপিএলে ইংল্যান্ডের প্লেয়ারদের পাওয়া যাবে না বলেই জানা যাচ্ছে! এখন মনে করা হচ্ছে যে, আইপিএল ফিরলেও প্রতিটি দল কিন্তু অনেকটাই শক্তি হারাবে।