FIFA Puskas Award 2021: মনোনীত Patrik Schick এর Euro 2020 র সেই অবিশ্বাস্য গোল!
৪৯.৭ মিটার দূর থেকে বলটা তে-কাঠি লক্ষ্য করে লফট করে দিয়েছিলেন প্যাট্রিক।
নিজস্ব প্রতিবেদন: চলতি বছর পুসকাস পুরস্কারের (FIFA Puskas Award 2021) জন্য ফিফা (FIFA) ১১টি গোলকে মনোনীত করেছে। তার মধ্য়ে রয়েছে ইউরো কাপে (UEFA EURO 2020) প্যাটট্রিক শিকের (Patrik Schick) করা স্কটল্যান্ডের বিরুদ্ধে করা বিস্ময়কর গোলটিও। যেটি ইউরো কাপের সেরা গোল হিসাবেও নির্বাচিত হয়েছিল।
গত ১৪ জুন ইউরোর প্রথম ম্যাচে গ্রুপ ডি-র খেলায় মুখোমুখি হয়েছিল চেক প্রজাতন্ত্র ও স্কটল্যান্ড। প্যাটট্রিকের জোড়া গোলেই চেকরা স্কটিশদের নিজেদের ঘরে ২-০ হারিয়ে দিল। জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনের বছর পঁচিশের ফরোয়ার্ড এদিন ৪২ মিনিটে হেড করে দলকে এগিয়ে দেন। এই গোল নিয়ে যদিও কোনও মাতামাতি করার ছিল না। কিন্তু বিরতির পর ফিরে এসে তিনি ঠিক ৫২ মিনিটের মাথায় যে গোলটা করলেন, তা দীর্ঘদিন ভুলতে পারবেন না ইউরোর ফ্যানেরা।
৪৯.৭ মিটার দূর থেকে বলটা তে-কাঠি লক্ষ্য করে লফট করে দিয়েছিলেন প্যাট্রিক। স্কটিশ গোলকিপার লাফিয়েও কিছু করতে পারেননি। সোশ্যাল মিডিয়ায় প্যাট্রিকের এই গোলের ভিডিয়ো রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছিল। ইউরো কাপের ইতিহাস বলছে যে, টুর্নামেন্টে দূরপাল্লার গোলে এটাই দীর্ঘতম পথ অতিক্রম করেছিল এই গোল। এর আগে ২০০৪ এ জার্মান মিডফিল্ডার টর্সটেন ফ্রিঙ্গস গোল করেছিলেন ৩৮.৬ মিটার দূর থেকে।
যে ১১টি গোল নির্বাচিত হয়েছে পুসকাসের জন্য:
লুয়াস দিয়াজ (কলম্বিয়া): ব্রাজিল বনাম কলম্বিয়া (কোপা আমেরিকা) (২৩ জুন)
Luis Diaz (COL): Brazil v Colombia [CONMEBOL Copa America] (June 23)
গথিয়ার হেইন (ফ্রান্স): ক্য়ামোয়িস নিওরতেইজ এফসি বনাম এজে অক্সার (লিগ টু) (১০ এপ্রিল)
Gauthier Hein (FRA): Chamois Niortais FC v AJ Auxerre [Ligue 2] (April 10)
এরিক লামেলা (আর্জেন্টিনা): আর্সেনাল বনাম টটেনহ্যাম (প্রিমিয়র লিগ) (মার্চ ১৪)
Erik Lamela (ARG): Arsenal v Tottenham Hotspur [Premier League] (March 14)
ভ্যালেন্টিনো লাজারো (অস্ট্রিয়া): বায়ার লেভারকুসেন বনাম বরুসিয়া মনসেনগ্ল্যাডবাক (বুন্দেশলিগা) (৮ নভেম্বর, ২০২০)
Valentino Lazaro (AUT): Bayer 04 Leverkusen v Borussia Moenchengladbach [Bundesliga] (Nov. 8, 2020)
রিয়াদ মাহরেজ (আলজেরিয়া): জিম্বাবোয়ে বনাম আলজেরিয়া (আফ্রিকা নেশনস কাপ কোয়ালিফায়ার) (১৬ নভেম্বর, ২০২০)
Riyad Mahrez (ALG): Zimbabwe v Algeria [Africa Nations Cup qualifying] (Nov. 16, 2020)
সান্দ্রা ওউসু-আনশা (ঘানা): কুমাসি স্পোর্টস অ্যাকাডেমি লেডিজ বনাম সুপ্রিম লেডিজ (ঘানা উইমেন্স প্রিমিয়র লিগ) (৮ মে)
Sandra Owusu-Ansah (GHA): Kumasi Sports Academy Ladies v Supreme Ladies [Ghana Women's Premier League] (May 8)
ভাঙ্গেলিস পাভলিদিস (গ্রিস): উইলেম টু বনাম ফর্চুনা সিতার্ড (এরেডিভাইস) (১৬ মে)
Vangelis Pavlidis (GRE): Willem II v Fortuna Sittard [Eredivisie] (May 16)
ড্য়ানিয়েলা স্যাঞ্চেজ (মেক্সিকো) কুয়েরতারো বনাম অ্যাটলেটিকো দে সান লুইস (লিগা এমএক্স ফেমেনিল) (১৬ জানুয়ারি)
Daniela Sanchez (MEX): Queretaro v. Atletico de San Luis [Liga MX Femenil] (Jan. 16)
প্যাট্রিক শিক (চেক প্রজাতন্ত্র): চেক প্রজাতন্ত্র বনাম স্কটল্যান্ড (উয়েফা ইউরো ২০২০) (১৪ জুন)
Patrik Schick (CZE): Czech Republic v Scotland [UEFA EURO 2020] (June 14)
মেহদি তারেমি (ইরান): চেলসি বনাম পোর্তো (উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ) (১৩ এপ্রিল)
Mehdi Taremi (IRN): Chelsea v Porto [UEFA Champions League] (April 13)
ক্যারোলিন উইর (স্কটল্যান্ড):ম্যাঞ্চেস্টার সিটি বনাম ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (এফএ উইমেন্স সুপার লিগ) (১৩ ফেব্রুয়ারি)
Caroline Weir (SCO): Manchester City v Manchester United [FA Women's Super League] (Feb. 12)