নিজস্ব প্রতিবেদন :  আইসিসি-র নির্দেশ মেনেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে ২২ লক্ষ ডলার ক্ষতিপূরণ দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। ২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত ভারত-পাকিস্তান দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে চুক্তি হয়েছিল যে এই সময়সীমার মধ্যে তারা ৬টি দ্বিপাক্ষিক সিরিজ খেলবে। কিন্তু কেন্দ্র সরকারের নিষেধাজ্ঞার কারণে সেই সিরিজে খেলা সম্ভব হয়নি ভারতের পক্ষে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


ভারত, পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ না খেলায় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলে মামলা করে বসে পিসিবি। দুবাইয়ে শুনানিতে বিসিসিআই প্রমান করে কেন তারা খেলতে পারেনি। ভারত-পাকিস্তান রাজনৈতিক সম্পর্কের জেরেই কেন্দ্র সরকার খেলার অনুমতি দেয়নি সেটাই শুনানিতে তুলে ধরে ভারতীয় বোর্ড। ফলে ক্ষতিপূরণ, মামলার খরচ বাবদ বিসিসিআইয়ের কাছে ২২ লক্ষ ডলার বকেয়া ছিল পাক বোর্ডের। আইসিসি-র নির্দেশে সোমবারই সেই বকেয়া টাকা ভারতীয় ক্রিকেট বোর্ডকে দিয়ে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড এমনটাই জানিয়েছেন পিসিবি প্রধান এহসান মানি।


আরও পড়ুন - বিশ্বকাপে পয়েন্ট যায় যাক, পাকিস্তানকে সার্বিকভাবে বয়কটের দাবিতে অনড় গম্ভীর


সেই সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রশংসা করেছে আইসিসি। বিশেষ করে পাকিস্তানের মাটিতে ক্রিকেট শুরু হয়েছে। যেখানে খেলেন বিদেশিরা। গত ২০ মাসে নিরাপদেই বিদেশি ক্রিকেটাররা খেলেছেন পাকিস্তানে। এই কারণেই পাক বোর্ডের প্রশংসা করেছে আইসিসি।