নিজস্ব প্রতিবেদন: করোনার ধাক্কা কাটিয়ে ফুটবল গাপল শহর কলকাতায় ফিরল ফুটবল। মঙ্গলবার থেকে শুরু হল কলকাতা ফুটবল লিগ (CFL)। এশিয়ার প্রাচীনতম ফুটবল লিগের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল গতবারের চ্যাম্পিয়ন পিয়ারলেস ও খিদিরপুর। প্রথম ম্যাচেই পিয়ারলেস ৪-১ গোলে হারিয়ে দিল খিদিরপুরকে। জোড়া গোলে ফের জেত চেনালেন কলকাতা ময়দানের তারকা আনসুমানা ক্রোমা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


এদিন ম্যাচের শুরুতেই এমানুয়েলের গোলে এগিয়ে গিয়েছিল খিদিরপুর। মাত্র ২ মিনিটের মাথায় গোল করেন তিনি। কিন্তু এক গোল খেয়েই পুরো তেড়েফুঁড়ে ওঠে পিয়ারলেস। এরপর ৮ মিনিটে পঙ্কজ মৌলা গোল শোধ করে স্কোরলাইন ১-১ করেন। বিরতির আগেই পিয়ারলেস স্কোরলাইন ৩-১ করে ফেলে। আফতাব আলম ২১ মিনিটে ও ক্রোমা ৩৮ মিনিটে গোল করে ম্য়াচের ভাগ্য লিখে দেন। দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে আবার পেনাল্টি পেয়ে যায় পিয়ারলেস। পেনাল্টি থেকে গোল করে খিদিরপুরের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন ক্রোমাই।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)