নিজস্ব প্রতিবেদন: ফুটবলের রাজা থেকে গেলেন কিন্তু রাজপুত্র চলে গেলেন চির শান্তির দেশে। বন্ধুর চিরবিদায়ে মনখারাপ আর এক কিংবদন্তির। বিশ্বজুড়ে বরাবরই এই তর্ক চলত। কে বড় পেলে না মারাদোনা? আজ সে সব তর্ক ওপারে-ওপারে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


হঠাত্ হার্ট অ্যাটাক.. আর তার পরেই সব শেষ। করোনাভাইরাস যখন গোটা বিশ্বকে কাবু করেছে, তখন ফুটবল বিশ্বকে কাঁদিয়ে দিলেন মারাদোনা। একাই তো জিতিয়েছিলেন ছিয়াশির বিশ্বকাপ। বিংশ শতাব্দীতে সবচেয়ে বেশি যে নাম নিয়ে আলোড়িত হয়েছে বিশ্ব ফুটবল তা হল দিয়েগো আর্মান্দো মারাদোনা।


 



সেই মারাদোনার প্রয়াণে বন্ধুকে হারালেন পেলে। টুইট করে তিনি লেখেন, "দুঃসংবাদ! আমি এক বন্ধুকে আর বিশ্ব এক কিংবদন্তিকে হারাল। এখনও অনেক কিছু বলার আছে। আপাতত, ঈশ্বর ওর পরিবারের সদস্যদের শক্তি দিন। আমি আশা করি, একদিন আমরা একসঙ্গে আকাশে বল খেলতে পারব।"  


 



আরও পড়ুন - "আমার হিরো আর নেই ...আমি তোমার জন্য ফুটবল দেখতাম",মারাদোনার প্রয়াণে শোকস্তব্ধ সৌরভ