নিজস্ব প্রতিবেদন : হরভজন সিং ও ইরফান পাঠানের পর তৃতীয় ভারতীয় বোলার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করেছেন জশপ্রীত বুমরাহ। কিংস্টনে বুমরাহর হ্যাটট্রিক হতেই ধারাভাষ্যকার প্রাক্তন ক্যারিবিয়ান তারকা ইয়ান বিশপ, সুনীল গাভাসকরকে প্রশ্ন করেন, বুমরাহর অ্যাকশন নিয়ে তো অনেকেই প্রশ্ন তুলেছেন সেটা কীভাবে দেখেন গাভাসকর? এই প্রশ্ন শুনেই সমালোচকদের একহাত নিলেন প্রাক্তন ভারতীয় ওপেনার।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



বিশপের প্রশ্ন শুনে সরাসরি তাঁকেই প্রশ্ন করেন গাভাসকর, "তুমি কি সেই সব মানুষগুলোর নাম বলতে পারবে যারা বুমরাহর অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছে?" ইয়ান বিশপ অবশ্য সেই প্রশ্নের উত্তর না দিয়ে  গাভাসকরের সঙ্গে বুমরাহর বোলিং অ্যাকশন যে বৈধ তা নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করেন। তখনই গাভাসকর বলেন, "আর একটু কাছ থেকে দেখা যাক... প্রথমে কয়েক ধাপ হেঁটে তারপর দৌড়ে গতি বাড়িয়ে এবং শেষে একদম সোজা থেকে বল ছাড়ে বুমরাহ। এখন আমাকে দেখাও অ্যাকশনের ঠিক কোন জায়গায় হাত বাঁকছে? এটা একদম ঠিক বোলিং অ্যাকশন। মানুষের খেয়ে দেয়ে কোনও কাজ নেই।"


আরও পড়ুন - ১১৭ বছরের রেকর্ড ভেঙে দিলেন ১৪০ কেজি ওজনের ক্রিকেটার