জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City) ছাড়ছেন পেপ গুয়ার্দিওলা (Pep Guardiola)! হ্যাঁ সিটির দায়িত্ব ছাড়তে চলেছেন গুয়ার্দিওলা। যিনি সদ্যই প্রথমবারের জন্য চ্যাম্পিয়ন্স লিগ (Champions League 2023) জিতিয়েছেন সিটিকে, তুলে এনেছেন ইউরোপের কুলীন ক্লাবের তালিকায়। চিতপ্রতিদ্বন্দ্বী ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Manchester United) পর ইংল্যান্ডের দ্বিতীয় ক্লাব হিসাবে সিটি ‘ট্রেবল’ জিতেছে যাঁর কোচিংয়ে। যিনি গত নভেম্বরেই আরও দুই মরসুম সিটিতে থাকার চুক্তিতে সই করেছেন। সেই গুয়ার্দিওলাই এবার সিটি ছাড়তে চলেছেন!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গুয়ার্দিওলা অবশ্য এখনও নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুখ খোলেননি। তবে বলেছেন, "সাফল্য পাওয়া সবে শুরু হল। এই ধারা ধরে রাখতে হবে। আপাতত জয় উপভোগ করতে হবে। উত্তেজনা কমার পর পরবর্তী লড়াইয়ের জন্য তৈরি হব।" 


আরও পড়ুন: Sunil Gavaskar: 'ক্যারিবিয়ানদের হারালেও কিস্সু হবে না!' ফের বোমা ফাটালেন লিটল মাস্টার, ভাইরাল হল ভিডিয়ো


আরও পড়ুন: Virat Kohli And Rohit Sharma: মাঠে নয়, লম্বা ছুটিতে যাচ্ছেন বিরাট-রোহিত! ক্যারিবিয়ান সফরে একাধিক নতুন মুখ


তবে গুয়ার্দিওলা এখনই সিটি ছাড়ছেন না। চুক্তিতে বাকি থাকা দুই মরসুম সিটিজেন্সদের দায়িত্বেই থাকছেন তিনি। তবে তারপর আর সিটির সঙ্গে নতুন চুক্তি করবেন না গুয়ার্দিওলা। সিটির সাফল্যের সিংহভাগই এসেছে গুয়ার্দিওলার আমলে। স্বাভাবিক ভাবেই এমন কোচকে হাতছাড়া করতে চায়নি সিটি। তাই গত নভেম্বরেই নতুন করে তাঁর সঙ্গে দু’বছরের জন্য চুক্তি বাড়িয়েছে ম্যানেজমেন্ট। অর্থাৎ ২০২৪-’২৫ মরসুম পর্যন্ত সিটিতেই থাকার কথা গুয়ার্দিওলার। তবে তারপর তিনি আর চুক্তি বাড়াতে আগ্রহী নন বলেই দাবি পেপের ঘনিষ্ঠ মহলের।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)