WATCH | Messi vs Ronaldo: `রোনাল্ডোর বাবা মেসি`! পেপ বোমায় কাঁপল ফুটবলবিশ্ব... ঝড়ের বেগে ভাইরাল ভিডিয়ো
Pep Guardiola Controversial Statement On Messi vs Ronaldo: মেসি না রোনাল্ডো? কে সেরা? এবার বিশ্ববন্দিত কোচ বিস্ফোরক কথা বলে দিলেন...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কে সেরা ফুটবলার, লিওনেল মেসি (Lionel Messi) না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)? বিগত এক যুগেরও বেশি সময় ধরে, ফুটবলবিশ্বে এই আলোচনা চলছে এবং আবহমান কাল ধরেই চলবে। প্রাক্তন থেকে বর্তমান ফুটবল মহারথীদের কেউ এলএম টেনকে (LM10) এগিয়ে রেখেছেন, কেউ বেছে নিয়েছেন সিআরসেভেনকে (CR7)।
আর্জেন্তাইন সুপারস্টার ও পর্তুগিজ জাদুকরের ফ্যানরা স্বাভাবিক ভাবেই বেছে নিয়েছেন তাঁদের আউডলকে। এ কথা স্বীকার করতে কোথাও কোনও সমস্যা নেই যে, ফুটবল গ্রহের সর্বকালের অন্যতম দুই সেরা মেসি ও রোনাল্ডো (Messi vs Ronaldo)। এবার পেপ গুয়ার্দিওলা (Pep Guardiola) বিরাট কথা বলে দিলেন।
আরও পড়ুন: 'আসুক আগে তারপর বুঝবে...'! অধিনায়কের আসনে বসেই পাক নক্ষত্রের মুখে একটাই টিম
সিটি এবং স্পেনের মিডফিল্ডার রড্রির হাতে এবার উঠেছে ব্যালন ডি’অর। রিয়াল মাদ্রিদের ত্রয়ী ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহ্যাম এবং দানি কারভাহালকে পিছনে ফেলে জিতে নিলেন জীবনের প্রথম ব্যালন ডি’অর। এক সময়ে ব্যালন ডি’অরে রাজত্ব করতেন মেসি-রোনাল্ডো। এলএমটেন আটবার ও সিআর সেভেন পাঁচবার জিতেছেন এই পুরস্কার। পেপ বলছেন, 'ক্রিশ্চিয়ানো দৈত্য় ছিল। আর মেসি ছিল দৈত্য়ের বাবা। বিগত ১৫-২০ বছর দু'জন অবিশ্বাস্য় ফুটবল খেলেছে। যুগ ছিল ওদের। ওরা যোগ্য় হিসেবেই সেই পুরস্কার পেয়েছে। অন্য় পর্যায়ের ফুটবল ছিল। সেই সময়ে জাভি ও ইনিয়েস্তাও ব্যালন ডি’অর জিততে পারত! এখন নতুন যুগ শুরু হয়েছে। যে কেউ জিততে পারে এই ব্যালন ডি’অর। মতামত ফ্রি-তেই দিলাম।'
ম্য়াঞ্চেস্টার সিটির কিংবদন্তি কোচ পেপ বরাবরই মেসিকে এগিয়ে রেখেছেন। ৫৩ বছরের সফল ম্য়ানেজার ১৯৯০–২০০১ পর্যন্ত বার্সেলোনার কোচ ছিলেন। মেসির কাছে পেপ তাঁর বাবার মতো। সন্তানস্নেহেই লিয়োকে দেখেন পেপ। বরাবর বিশ্ববন্দিত কোচ মেসির প্রশংসা করেছেন সর্বসমক্ষে। এবার মেসি বনাম রোনাল্ডোর তুলনায় পেপের কথায় বিস্ফোরণ ঘটে গিয়েছে ফুটবলবিশ্বে।
আরও পড়ুন: 'ইন্ডিয়ার কোচ হন', সরাসরি বিশ্বকাপজয়ীকে প্রস্তাব! জিজিকে এতটাই অপছন্দ কিংবদন্তির?
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)