Champions Trophy 2025: 'আসুক আগে তারপর বুঝবে...'! অধিনায়কের আসনে বসেই পাক নক্ষত্রের মুখে একটাই টিম

Champions Trophy 2025: পাকিস্তান বোর্ড টুর্নামেন্টের খসড়া বানিয়ে আইসিসি-কে পাঠিয়েছে অনুমোদনের জন্য়। পাকিস্তান বেছে নিয়েছে করাচি ও রাওয়ালপিন্ডিকে। লাহোরকেই একমাত্র ভারতের সেন্টার হিসেবে বেছে নেওয়া হয়েছে। রাওয়ালপিন্ডিতে পাঁচটি ও করাচিতে তিনটি ম্য়াচ রাখা হয়েছে। 

Updated By: Oct 30, 2024, 03:00 PM IST
Champions Trophy 2025: 'আসুক আগে তারপর বুঝবে...'! অধিনায়কের আসনে বসেই পাক নক্ষত্রের মুখে একটাই টিম
ভারত কি আসবে পাকিস্তানে?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আগামী বছর ১৯ ফেব্রুয়ারি থেকে ০৯ মার্চ পর্যন্ত পাকিস্তান আয়োজন করবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy 2025)। ৫০ ওভারের টুর্নামেন্ট শেষবার হয়েছিল ২০১৭ সালে। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। চার বছর অন্তর এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, ৮ বছর পর আইসিসি-র ব্য়ানারে ফিরছে এই টুর্নামেন্ট। তবে ভারতের আটারির ওপারে খেলতে যাওয়া নিয়ে চরম অনিশ্চয়তা রয়েছে। নিশ্চিত ভাবেই বলে দেওয়া যেতে পারে যে, ভারত যাবে না পাকিস্তানে! 

পাকিস্তানের নবনিযুক্ত সাদা বলের অধিনায়ক মহম্মদ রিজওয়ান চাইছেন ভারত আসুক তাঁর দেশে। তিনি সাংবাদিক বৈঠকে বলেছেন, 'আমাদের ফ্য়ানরা ভারতীয় ক্রিকেটারদের ভালোবাসে। ভারত এখানে খেলতে আসলে ওরা খুবই রোমাঞ্চিত হবে। ভারত আসুক আগে তারপর বুঝবে আমরা কীভাবে ওদের উষ্ণ অভ্য়র্থনা জানাই।'

আরও পড়ুন: 'ইন্ডিয়ার কোচ হন', সরাসরি বিশ্বকাপজয়ীকে প্রস্তাব! জিজিকে এতটাই অপছন্দ কিংবদন্তির?

সীমান্ত সন্ত্রাস ও রাজনৈতিক চাপানউতোরের জন্য সেই ২০১২ সাল থেকে দুই প্রতিবেশী দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ। শেষবার ২০০৮ সালে এশিয়া কাপ খেলতে পাকিস্তানে গিয়েছিল ভারত। এরপর পঞ্চাশ ওভারের বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, এশিয়া কাপের মতো প্রতিযোগিতায় মুখোমুখি হয়েছে দুই দেশ। খেলা হয়েছে নিরপেক্ষ দেসে। যদিও পাকিস্তান এসেছে ভারতে। ২০২৪ টি-২০ বিশ্বকাপে দুই দেশের শেষবার সাক্ষাত্‍ হয়েছিল।

গতবছর যুগ্মভাবে এশিয়া কাপের আয়োজন করেছিল শ্রীলঙ্কা ও মূল আয়োজক পাকিস্তান। পাকিস্তানে হয়েছিল চারটি ম্যাচ ও দ্বীপরাষ্ট্রে হয়েছিল ন'টি ম্যাচ। ভারত নিরপেক্ষ ভেন্য়ু হিসেবে ওয়ানিন্দু হাসারঙ্গাদের দেশেই খেলেছিল। আইসিসি-কে পিসিবি যতই খসড়া পাঠাক না কেন,  চ্য়াম্পিয়ন্স ট্রফিও ভীষণ ভাবে হাইব্রিড মডেলে হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে পাকিস্তানের পাশাপাশি দ্বিতীয় দেশ হবে সংযুক্ত আরব আমিরশাহি। ভারত চ্য়াম্পিয়ন্স ট্রফির ম্য়াচগুলি সেখানেই খেলবে।

আরও পড়ুন: 'ঘরশত্রু বিভীষণ'! নাইটদের নিলাম কৌশল ফাঁস প্রাক্তনেরই ! ৬ জনের নামই বলে দিলেন...

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.