নিজস্ব প্রতিবেদন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi) মঙ্গলবার ভারতীয় তীরন্দাজদের বিশ্বকাপ পারফরম্যান্সের জন্য ভূয়সী প্রশংসা করলেন। মোদী এদিন টুইটারে লেখেন, "শেষ কয়েক দিন আমাদের তীরন্দাজরা বিশ্বকাপে দুরন্ত পারফর্ম করেছে। দীপিকা কুমারি, অঙ্কিতা ভকত, কোমলিকা বারি ও অতনু দাসকে আমি শুভেচ্ছা জানাই। ওদের সাফল্য আগামীর প্রতিভাদের অনুপ্রাণিত করবে।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: স্টাইল স্টেটমেন্ট নোজপিন, এক তিরে ৩ সোনা, দীপিকাই এযুগের 'চিত্রাঙ্গদা'


প্যারিসে অনুষ্ঠিত স্টেজ ৩ তীরন্দাজি বিশ্বকাপে (Archery World Cup) ভারতের সোনালী পারফরম্যান্স নিয়ে সর্বত্র কথা হচ্ছে। শুরুটা করেছিলেন অভিষেক বর্মা (পুরুষদের কমপাউন্ড ইভেন্টে)। তাঁর হাত ধরেই সোনা ফলাতে শুরু করে ভারত। আলাদা করে নজড় কাড়েন দীপিকা। তিনি সোনা জয়ের হ্যাটট্রিক করেন। দীপিকা,অঙ্কিতা ভকত এবং কোমলিকা বারির ভারতীয় মহিলাদের রিকার্ভ টিমও সোনা জেতে। অন্যদিকে দীপিকার সঙ্গে জুটি বেঁধে তাঁর স্বামী অতনু দাস মিশ্র রিকার্ভ ইভেন্টে সোনা পান।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)