নিজস্ব প্রতিবেদন : অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছাড়াই উয়েফা নেশনস লিগে জয় পেল পর্তুগাল। ঘরের মাঠে ইতালিকে হারাল ১-০ গোলে। ১৯৫৭ সালের পর কোনও প্রতিযোগিতামূলক ম্যাচে আবার ইতালিকে হারাল পর্তুগিজরা।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

লিসবনে উয়েফা নেশনস লিগে গ্রুপ-৩ এর ম্যাচে শুরু থেকে ইতালিকে চেপে ধরে ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল। প্রথমার্ধে বেশ কয়েকবার আজুরিদের রক্ষণে আঘাত হানে তারা। তবে কাঙ্খিত গোল আসেনি। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় পর্তুগাল। ৪৮ মিনিটে উইঙ্গার ব্রুমার কাছ থেকে বল পেয়ে বাঁকানো শটে গোল করেন আন্দ্রে সিলভা। পিছিয়ে পরেও গোলশোধের তেমন কোনও ভাল সুযোগ তৈরি করতে পারেনি ইতালি।


আরও পড়ুন -  কাজে এল না রাহুল-পন্থের শতরান! ফের হার ভারতের


আন্তর্জাতিক ফুটবলে খারাপ সময় যেন কিছুতেই কাটছে না ইতালির। রাশিয়া বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে না পারার ক্ষতে প্রলেপ দেওয়ার সুযোগ ছিল ইতালির সামনে ইউরোপের নতুন এই প্রতিযোগিতায়। কিন্তু সেখানেও পর পর দুটো ম্যাচে ধাক্কা। পোল্যান্ডের সঙ্গে ড্র করার পর পর্তুগালের কাছে হারল আজুরিরা। উয়েফা নেশনস লিগে ২ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে গ্রুপে তিন নম্বরে আছে রবের্তো মানচিনির দল। শীর্ষে রয়েছে পর্তুগাল।