ওয়েব ডেস্ক: শনিবার রাতে ক্রোয়েশিয়া চ্যালেঞ্জের সামনে পর্তুগাল। ইউরোয় সঠিক সময় ছন্দ খুঁজে পেয়েছে স্যান্টসের দল। গোলে ফিরেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। শনিবার ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচ জিততেও সিআর সেভেনের দিকেই তাকিয়ে নানিরা। শনিবার রাতে ইউরোয় কি ফের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো শো? সিআর সেভেন ম্যাজিকের দিকে তাকিয়ে টিম পর্তুগাল। শেষ ষোলর ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি ফিগোর দেশ। খাদের কিনারা থেকে দলকে তুলে নক আউটে পৌছে দিয়েছেন পর্তুগালের গোলেমেশিন। শনিবার রাতে ফের পরীক্ষা রোনাল্ডোর। সিআর সেভেনের ফর্ম পর্তুগালকে স্বস্তি দিলেও রক্ষণ নিয়ে চিন্তায় কোচ স্যান্টোস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ঘিরে আবার নতুন করে স্বপ্ন দেখা শুরু করেছে পর্তুগাল


শেষ ম্যাচে তিন গোল হজম করেছে পর্তুগাল। শক্তিশালী ক্রোয়েটদের বিরুদ্ধে রক্ষণের ভুল শুধরানোই বড় চ্যালেঞ্জ পর্তুগালের কোচের কাছে। নক আউট ম্যাচে শক্তি বাড়ছে ক্রোয়েশিয়ার। চোট সারিয়ে মাঠে ফেরার সম্ভাবনা লুকা মদ্রিচের। এ ছাড়া দলে রয়েছেন র‍্যাকিটিচ, মান্ডজুকিচের মতো তারকা। রিয়াল মাদ্রিদের দুই তারকা মদ্রিচ ও রোনাল্ডো দেশের জার্সিতে এবার মুখোমুখি হচ্ছেন।  অতীতে তিনবার মুখোমুখি হয়েছে এই দুই দেশ। তিনবার শেষ হাসি হসেছে  পর্তুগাল। ২০১৩-য় শেষ সাক্ষাতে রোনাল্ডোর গোলে জয় পেয়েছিল পর্তুগাল।


আরও পড়ুন মেসিকে নিয়ে এই চারটে জিনিস না জানলে আর জানলেনটা কী!