ওয়েব ডেস্ক:  প্রতিক্ষার অবসান। মঙ্গলবার রাতে চলতি ইউরো কাপে প্রথমবার নামছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সিআর সেভেনের দেশ পর্তুগালের প্রতিপক্ষ আইসল্যান্ড। রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতার পর প্রথমবার মাঠে নামছেন পর্তুগালের সেরা তারকা। রোনাল্ডোর দুপায়ের জাদু দেখার অপেক্ষায় রাত জাগবে ফুটবল ভক্তরা। দেশের হয়ে বড় কোনও সাফল্য নেই। ব্রাজিল বিশ্বকাপেও হতাশায় মাঠ ছেড়েছিলেন রোনল্ডো। ইউরোর আসরে দেশের জার্সিতে ছাপ রাখার মরিয়া চ্যালেঞ্জ সিআর সেভেনের সামনে। আইসল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে দেশের হয়ে ১২৭তম ম্যাচটি খেলে লুই ফিগোকে ছুঁয়ে ফেলবেন পর্তুগিজ গোলমেশিন।


রোনাল্ডো ছাড়া ফার্নান্ডো স্যান্টোস ব্রিগেডের নজর নানি, পেপে,ড্যানিলো, রেনেতা স্যাঞ্চেদের দিকে। চোটের জন্য অনিশ্চিত রিকার্ডো কোরেসমা। অন্যদিকে প্রথমবার ইউরোর আসরে নামছে বিশ্বের অন্যতম ছোট দেশ আইসল্যান্ড। নামের ভারে পিছিয়ে থাকলেও রোনাল্ডোদের চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন আইসল্যান্ডের কোচ লেগারব্যাক। এখনও পর্যন্ত দুবারের মুখোমুখি হয়েছে এই দুই দেশ। দুবারই শেষ হাসি হেসেছে লুই ফিগোর দেশ। মঙ্গলবার রাতে তাই কিছুটা ফেভারিট হিসেবে শুরু করবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা।