কাল নাগপুরে ফাইনাল! হাইভোল্টেজ ম্যাচের আগে জেনে নিন ভারত-বাংলাদেশের সম্ভাব্য একাদশ
গত দুই ম্যাচে হাত খুলে রান দিয়েছেন খলিল আহমেদ। কাল তাঁর দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা কম।
নিজস্ব প্রতিবেদন : দিল্লিতে হারের মধুর প্রতিশোধ নিয়েছে রোহিত শর্মা অ্যান্ড কোং। রাজকোটে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে হিটম্যান-এর ঝড়ে উড়ে গিয়েছিল বাংলাদেশ। সিরিজ এখন ১-১। অর্থাত্ কাল নাগপুরে তৃতীয় ম্যাচ কার্যত ফাইনাল। ঘরের মাঠে সিরিজ জেতার জন্য মরিয়া হয়ে থাকবে ভারতীয় দল। এদিকে, প্রথমবার ভারতের বিরুদ্ধে সিরিজ জিতে ইতিহাসে নাম তুলে রাখতে সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচে ভারত-বাংলাদেশ দুই শিবিরেই কিছু পরিবর্তন হতে পারে। গত দুই ম্যাচে হাত খুলে রান দিয়েছেন খলিল আহমেদ। কাল তাঁর দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা কম। তাঁর জায়গায় দলে আসতে পারেন শার্দুল ঠাকুর।
বাংলাদেশের পেসার আল-আমিন হোসেনের জায়গায় দলে আসতে পারেন স্পিনার আরাফাত সানি। দিল্লিতে প্রথম টি-২০ ম্যাচে ৪ ওভার বল করে ২৭ রান দিয়েছিলেন আল আমিন। উইকেট পাননি। রাজকোটে দ্বিতীয় টি-২০ ম্যাচে ৪ ওভারে ৩২ রান দিয়েও কোনও উইকেট পাননি তিনি। তাই নাগপুরে তাঁকে বসাতে পারে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। প্রথম টি-টোয়েন্টিতে ৪ ওভার বল করে ২৭ রান খরচায় উইকেটশুন্য ছিলেন তিনি। রাজকোটের হারা ম্যাচেও নিষ্প্রভ ছিলেন আল-আমিন। ৪ ওভারে ৩২ রান দেয়া এ পেসারের নামের পাশে উইকেট সংখ্যা শুন্য। নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন-এর উইকেট কিছুটা শুষ্ক হতে পারে। সেই জন্য একজন স্পেশালিস্ট স্পিনারকে খেলানোর কথা ভাবছে বাংলাদেশ।
আরও পড়ুন- 'বালা'কে নকল করলেন গব্বর, ঝোপ বুঝে কোপ ভুবির
ভারতের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (উইকেটকিপার), শিবম দুবে, ক্রুনাল পাণ্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, দীপক চাহার, শার্দুল ঠাকুর ও যুজবেন্দ্র চাহাল।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ- মহম্মদ নাঈম, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, মোসাদ্দেক হোসেন, আমিনুল ইসলাম ও আরাফাত সানি।