`নো ইস্টবেঙ্গল, নো ISLইন বেঙ্গল`-পোস্টারে ছয়লাপ যুবভারতী ক্রীড়াঙ্গন চত্বর!
আইএসএল খেলার জন্য FSDL কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত আলোচনা করছেন ইস্টবেঙ্গল কর্তারা।
নিজস্ব প্রতিবেদন: সাতসকালে যুবভারতীর বাইরে পোস্টার। "নো ইস্টবেঙ্গল, নো ISLইন বেঙ্গল"- পোস্টারে ছয়লাপ যুবভারতী সংলগ্ন এলাকা। এটিকের সঙ্গে গাঁটছড়া বেঁধে মোহনবাগানের আইএসএল খেলা নিশ্চিত হয়ে গেছে। অন্যদিকে লাল-হলুদের দেশের সেরা লিগে খেলা এখনও বিশ বাঁও জলে। এই পরিস্থিতিতেই যুবভারতীর বাইরে বিধাননগর আর বেলেঘাটার ফুটবলপ্রেমীরা পোস্টার লাগিয়েছেন।
ISL আয়োজকদের ওপর চাপ তৈরি করার জন্যই এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে। লাল-হলুদের শীর্ষকর্তার অবশ্য দাবি মোহনবাগানের মত ইস্টবেঙ্গলও এই মরশুমে আইএসএল খেলবে। লাল-হলুদকে বাদ দিয়ে বাংলায় আইএসএল হবে না বলেই দাবি তার।
আইএসএল খেলার জন্য FSDL কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত আলোচনা করছেন ইস্টবেঙ্গল কর্তারা। পাশাপাশি চলছে নতুন ইনভেস্টর আর স্পনসর খোঁজার কাজও। তবে মনে করা হচ্ছে, ইস্টবেঙ্গলের শর্ত মেনে কোলাডোদের আইএসএল খেলা কঠিন। ইস্টবেঙ্গলকে আইএসএল খেলতে হলে,খেলতে হবে FSDL-র শর্ত মেনেই।
আরও পড়ুন - ''ফুটবল যদি ধর্ম হত, মেসি হত ঈশ্বর''