ওয়েব ডেস্ক: প্রজ্ঞান ওঝাকে নিয়ে সিএবিতে বিতর্ক তুঙ্গে। সেই বিতর্কে সিএবি সভাপতিকে খানিকটা চাপে ফেলে দিলেন মুথাইয়া মুরলিথরন। প্রজ্ঞান অভিজ্ঞ ক্রিকেটার মেনে নিয়েও মুরলির দাবি তাঁর বিকল্প বোলার বাংলায় আছে। বৃহস্পতিবার ভিশন টোয়েন্টি-টোয়েন্টির ক্যাম্পে এসে একথা জানান মুরলি। ভিশনের ক্যাম্পে ভিভিএস লক্ষ্মণের কাছে মাইন্ড সেট নিয়ে বিশেষ টিপস নেন মনোজ তেওয়ারি। ফুটওয়ার্ক নিয়ে লক্ষ্মণের কাছে আলাদা অনুশীলন সারেন অভিমন্যু ইশ্বরণ। এদিকে এদিন ইডেনের পিচ পরিদর্শন করে দেখেন সিএবি সভাপতি সৌরভ গাঙ্গুলি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন এমন সম্মান গোটা ভারতে প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে পেলেন ঝুলন গোস্বামী


ক্রিকেটপ্রেমীদের আশ্বস্থ করে তিনি জানিয়ে দেন ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের পিচ তৈরি। এদিকে শুক্রবার বিকেলে ঘরোয়া লিগে খেলার জন্য মোহনবাগানের পক্ষে সই করবেন বাংলা অধিনায়ক মনোজ তেওয়ারি।


আরও পড়ুন  টালিগঞ্জ-রেনবো ম্যাচ গড়াপেটা হয়েছিল, দাবি ফিফার