নিজস্ব প্রতিবেদন :  বুধবার ভোরে কোপা আমেরিকার সেমিফাইনালে মুখোমুখি লাতিন আমেরিকার দুই ফুটবল পাওয়ার হাউস। বেলো হরিজেন্তেতে মুখোমুখি ব্রাজিল ও আর্জেন্টিনা। খেলা শুরু ভারতীয় সময় সকাল ৬টায়। মাঠে নামার আগেই মেসি-আগুয়েরোদের হুঙ্কার দিয়ে রেখেছেন ব্রাজিলের তারকা স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


টুর্নামেন্টে এখন পর্যন্ত একটা গোল হজম না করা ব্রাজিল আর্জেন্টিনাকে হারিয়ে কোপার ফাইনালে উঠতে মরিয়া। ব্রাজিলের রক্ষণভাগ অবশ্য মেসিকে নিয়েই বেশি সতর্ক। তবে চলতি কোপায় আর্জেন্টিনার আপফ্রন্টে মার্টিনেজ নজর কেড়েছেন। কোপায় শুরুতে হোঁচট খেলেও ঘুরে দাঁড়িয়েছে মেসিরা। ব্রাজিলের বিরুদ্ধেও মেসির ওপরই ভরসা রাখছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। সামনে আর্জেন্টিনার বিরুদ্ধে ম্যাচ তাই রাতে ঠিক করে ঘুমোতে পারেননি ব্রাজিল কোচ তিতে। মেসিকে আটকাতে মরিয়া সেলেকাওরা।


আরও পড়ুন - কাজ শুরু করে দিলেন মোহনবাগান কোচ কিবু


ব্রাজিল-আর্জেন্টিনা এখন পর্যন্ত ১০৯ বার মুখোমুখি হয়েছে। ৩৯ বার জিতেছে আর্জেন্টিনা, ৪৫ বার জিতেছে ব্রাজিল। ২৫টি ম্যাচ ড্র হয়েছে।