কাজ শুরু করে দিলেন মোহনবাগান কোচ কিবু

| Jul 02, 2019, 15:53 PM IST
1/7

গত বৃহস্পতিবার শহরে এসেছেন মোহনবাগানের নতুন স্প্যানিশ কোচ কিবু ভিকুনা এবং তাঁর সহকারি থমাস চর্জ।

2/7

2

মঙ্গলবার থেকে কাজ শুরু করে দিলেন কিবু-থমাস এবং দলের নতুন ফিজিক্যাল ট্রেনার মাইকেল জনশন আবোস্তি এবং আর এক সহকারি রঞ্জন চৌধুরি।  

3/7

3

এদিন ক্লাব মাঠে মোহনবাগানের ভারতীয় ফুটবলারদের সঙ্গে পরিচিতি পর্ব সেরে হালকা অনুশীলন করালেন কিবু ভিকুনা। বৃহস্পতিবার রথযাত্রার দিন সরকারিভাবে মোহনবাগানের অনুশীলন শুরু হবে।

4/7

4

কলকাতা লিগ শুরুর আগে দলগঠনেই জোর দিতে চান কিবু। দেশের মধ্যেই ১০ দিনের আবাসিক শিবির করতে চান বাগানের নতুন স্প্যানিশ কোচ।

5/7

5

৪-৩-৩, ৪-২-২ যে কোনও ছকেই দলকে খেলাতে পারেন। পুরোটাই নির্ভর করছে বিভিন্ন পজিশনে কেমন ফুটবলার রয়েছেন তার ওপর।

6/7

6

জুলাইয়ের শেষে কলকাতা লিগে নামবে বড় দল গুলো। তার আগে প্রস্তুতি ম্যাচ খেলতে চান স্প্যানিশ কোচ।

7/7

7

কোচ কিবু ভিকুনার পরামর্শ মতো দুই বিদেশি ডিফেন্ডার ফ্রান্সিসকো মোরান্তে মার্টিনেজ এবং স্ট্রাইকার সালভাদর পেরেজ মার্টিনেজ দলের সঙ্গে শীঘ্রই যোগ দেবেন। তৃতীয় বিদেশি নিয়ে কথাবার্তা চলছে।