নিজস্ব প্রতিবেদন: বিস্ময় ক্যাচে চমকে দেওয়া হারলিন দেওল (Harleen Deol) এখন প্রতিদিন শিরোনামে আসছেন। গোটা বিশ্বের প্রশংসা কুড়িয়ে চলেছেন চণ্ডীগড়ের বছর তেইশের মেয়ে। প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটাররা মোহিত হয়েছেন হারলিনে। এবার তাঁর সেই দুরন্ত ক্যাচের প্রশংসা করলেন স্বয়ং নরেন্দ্র মোদী (Narendra Modi)। দেশের প্রধানমন্ত্রী ইনস্টাগ্রাম স্টোরিতে হারলিনের ক্যাচের ভিডিয়ো পোস্ট করে লিখেছেন, "বিস্ময়কর ক্যাচ নিয়েছে হারলিন দেওল। ওয়েলডান।"


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Harleen র ফিল্ডিং অনুপ্রেরণা Raina, 'বছরের সেরা ক্যাচ' বলছেন Sachin Tendulkar



ইংল্যান্ডের বিরুদ্ধে হেরেই টি-২০ সিরিজের শুভারম্ভ করেছেন হরমনপ্রীত কৌররা। কিন্তু ভারতের ম্যাচ হারের দুঃখকে ভুলিয়ে দিয়েছেন হারলিন দেওল। ম্যাচের ১৯ নম্বর ওভারের শেষ বলে অ্যামি জোন্সের অনবদ্য ক্যাচ ধরেন বাউন্ডারিতে থাকা হারলিন। কার্যত ছয় বাঁচিয়ে দেন তিনি। লংয়ে ক্যাচ ধরে বাউন্ডারির লাইনে পা প্রায় ছুঁইয়ে দিয়েছিলেন। বুঝতে পেরে সঙ্গে সঙ্গে শূন্যে ছুড়ে দিলেন বলটা। এরপর ডাইভ দিয়ে ক্যাচ তালুবন্দি করেন হারলিন। ডাগআউটে থাকা দলের অন্য ক্রিকেটাররা ছুটে এসে হারলিনকে অভিনন্দন জানান। এমনকী ব্রিটিশ ক্রিকেটাররাও তালি দিয়ে প্রশংসা করেন হারলিনের।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)