নিজস্ব প্রতিদবেদন: আমেরিকার বাস্কেটবলে ভারতের হয়ে ইতিহাস লিখলেন প্রিন্সেপাল সিং (Princepal Singh)। প্রথম ভারতীয় হিসেবে মার্কিন মুলুকের সবচেয়ে জনপ্রিয় বাস্কেটবল লিগ এনবিএ-তে (NBA) চ্যাম্পিয়ন হলেন তিনি। প্রিন্সেপালের দল সাকরামেন্টো কিংস চলতি বছরের এনবিএ খেতাব জিতেছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: 'অযোধ্যায় ঘুরে আসুন, গর্বিত বোধ করবেন', PM Modi বললেন PV Sindhu র কোচকে!



এর আগে প্রথম ভারতীয় হিসেবে এনবিএ খেলার ইতিহাস ছিল সতনাম সিং ভামারার। সতনাম যা পারেননি তাই করে দেখালেন প্রিন্সেপাল। ভারতীয় বংশোদ্ভূত হিসেবে গ্রীষ্মকালীন লিগ জিতে রেকর্ড বুকে নিজের নাম তুললেন প্রিন্সেপাল। ২০ বছরের প্রিন্সেপাল এই লিগে অভিষেক করার ঠিক এক সপ্তাহের মধ্যে খেতাব জিতে নজির গড়লেন। প্রিন্সেপাল এনবিএ অ্যাকাডেমির ভারতীয় স্নাতকদের জন্য মান বাড়িয়ে দিলেন এই চ্যাম্পিয়নশিপের সঙ্গেই। প্রিন্সেপাল এনবিএ অ্যাকাডেমির প্রথম অ্যালামনি হিসেবে পেশাদার লিগে চুক্তি স্বাক্ষর করেন।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)