জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তাঁর বয়স মাত্র ১৮, বার্সেলোনার (Barcelona) জার্সিতে মাঝমাঠে এখনই নিজের জাত চিনিয়েছেন। পাবলো মার্টিন পায়েজ গাভিরা, ওরফে গাভি। বার্সার জার্সিতে দৃষ্টিনন্দন ফুটবল খেলেই কাতারে (FIFA World Cup 2022) খেলে ফেলেছেন জীবনের প্রথম বিশ্বকাপ। লুইস এনরিকের (Luis Enrique) টিমের হয়ে খেলে কাতারে গোলও করেছেন তিনি। গাভির সৌন্দর্য বহু মহিলাদের মনে ঝড় তুলে দিয়েছে। আর এই তালিকায় নবতম সংযোজন খোদ গাভির দেশের রাজকুমারী লিওনর (Leonor)। গাভির প্রেমেই ডুব দিয়েছেন তিনি। এমনকী ১৭ বছরের লিওনরের বাবা রাজা ষষ্ঠ ফিলিপও জানেন সে কথা। এখানেই শেষ নয়, স্পেনের রাজা বিশ্বকাপ দেখতে এসেছিলেন কাতারে। গাভি তাঁর হাতেই নিজের অটোগ্রাফ করা জার্সি তুলে দিয়েছেন। গাভির তরফ থেকে লিওনরের জন্য ছিল এটাই উপহার। জানা যাচ্ছে লিওনর নাকি জাভিকে ইমপ্রেস করার জন্য নিজের মেকওভারও শুরু করে দিয়েছেন। লিওনরের নিজের কিশোরী লুকস পছন্দ নয়। খানিক পরিণত দেখাতে বদলেছেন হেয়ারস্টাইল। চুলের রঙও ব্লন্ড থেকে করিয়েছেন বাদামি। যা নিয়েও বেশ কিছু বিদেশি মিডিয়ায় চর্চা শুরু হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুনWatch | Lionel Messi: মেসিদের বিশ্বকাপ জিতিয়েছে ১২ হাজার জিন ও এলিয়েন! হাড়হিম করা ভিডিয়ো এল সামনে



লিওনর: যা ছিলেন (ছবির ডান দিকে), যা হলেন (ছবির বাঁ-দিকে)


কাতার বিশ্বকাপে 'লা রোজা'দের শুরুটা হয়েছিল দুরন্ত মেজাজে। অসাধারণ পাসিং ফুটবলে ফ্যানদের মোহিত করেছিলেন এনরিকের শিষ্যরা। স্পেন ৭-০ গোলে কোস্টারিকাকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে। অথচ এই স্পেনইশেষ ষোলোয় মরক্কোর কাছে পেনাল্টি শ্যুটআউটে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয়। বিশ্বকাপ ব্যর্থতার জেরেই এনরিকের চাকরি যায়। এনরিকে বিদায়ের দিনেই স্পেনের ফুটবল ফেডারেশন জানিয়ে দেয় যে, তাঁরা নতুন কোচ হিসাবে দায়িত্ব দিচ্ছেন স্পেনের অনূর্ধ্ব-২১ দল সামলানো লুইস দে লা ফন্তেকে। ৬১ বছরের কোচ অতীতে দুই দফায় তিন বছর অ্যাথলেটিক বিলবাওর দায়িত্বও সামলেছেন অতীতে। ২০১৪-২০১৭ পর্যন্ত এনরিকে বার্সেলোনার দায়িত্বে ছিলেন। স্প্য়ানিশ জায়ান্টদের আকাশ ছোঁওয়া সাফল্য এনে দিয়েছিলেন। এরপর ২০১৮-তে স্পেনের দায়িত্ব নেন এনরিকে। স্প্যানিশ কোচের চলতি বছরের শেষ পর্যন্ত চুক্তির মেয়াদ ছিল। কিন্তু কাতার ব্যর্থতার পরেই তা দ্রুত শেষ হয়ে গেল। আগামী বছর মার্চে স্পেন ফের মাঠে নামবে। নরওয়ের বিরুদ্ধে ইউরো ২০২৪-এর কোয়ালিফায়ার্স খেলবে তারা। এবার  'লা রোজা'দের দায়িত্বে লা ফন্তে। এখন দেখার তাঁর দায়িত্বে স্পেনের ফুটবল নতুন দিশা পায় কিনা! অপেক্ষায় ফ্যানরা।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)